Navigation

Saturday, March 8, 2014

মধু গন্ধে ভরা

আমের মুকুল এসেছে, আমাদের পল্লীর প্রায় প্রতি বাড়িতেই আম গাছ। তাই ভোরের গন্ধটাই গিয়েছে পালটে- আমের মুকুলের সৌরভ চার দিকে ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যা বেলাতে তো যেন নেশা লেগে যায়, এমনই মাদকতা। 
মুকুল অবশ্য বেশ কিছুদিন হল এসেছে- আমি একুটু দেরি করে ফেলেছি জানাতে।
পাখি আর মৌমাছিরা খুব ব্যস্ত, বসন্ত আসছে- ডাকাডাকি ওড়াউড়ি করেই যাচ্ছে। কোকিল ডাকছে খুব। Camera -তে ধরতে পারলে ছবি তুলে পাঠাবো। 





Australian Hibiscus- মানে জবা এখনো ফুটছে। 












গরমের Pitunia, আর সূর্যমুখী লাগিয়েছি। আইভি চারাগুলো দিয়েছে।


 এই গরমের মধ্যেও নতুন করে চন্দ্রমল্লিকা ফুল দিয়েছে-কিছু , খুব ভাল লাগছে।
কিছু সব্জিও লাগিয়েছি। দেখি কেমন হয়।
বেগুন চারা।