Navigation

Shrubs



নামঃ- Arctic Snow, Milky way, Snowflake,  Sanskrit: Kutajah
বৈজ্ঞানিক নামঃ- Wrightia antidysenterica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- পুরো রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের রং:- সাদা।
চারা তৈরিঃ- কিভাব চারা তৈরি করা হয় ঠিক জানিনা।
আরও কিছুঃ- এই গাছটা প্রথমে বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। আবার আইভি দিল-বর্ষার গাছের মেলা –রথতলা থেকে।


  নামঃ-Azalea

বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
আলো-ছায়াঃ- আমাদের এখানে হাল্কা ছায়াতেই রাখা ভালো।
জলের পরিমাণঃ- জল বেশি হলে, গাছ নষ্ট হয়ে যাবে।
ফুল ফোটার সময়ঃ-বসন্ত।
ফুলের রং:-নানা রং এর হয়। আমারটাতে গোলাপি-রানি রং ছিল।
চারা তৈরিঃ- ডাল কেটে চারা হয়, তবে আমি করতে পারিনি।
আরও কিছুঃ- এই গাছটা আর নেই। বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। এটা মূলত শীতের দেশের   গাছ।


নামঃ- Blue Daze, Brazilian dwarf morning-glory, Hawaiian Blue Eyes
বৈজ্ঞানিক নামঃ- Evolvulus glomeratus 'Blue Daze'    Family: Convolvulaceae (morning glory family)
আলো-ছায়াঃ-ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের রং:- হালকা নীল।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে।
আরও কিছুঃ- এটা রশ্মি এনে দিয়েছিল।


নামঃ- Blue Sage, Eranthemum
বৈজ্ঞানিক নামঃ- Eranthemum pulchellum
আলো-ছায়াঃ- রোদ-ছায়া দুটোই সইতে পারে।
জলের পরিমাণঃ- বেশি জল সইতে পারেনা।
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষ থেকে।
ফুলের রঙ:- ঘন নীল।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল। গাছটার তেমন শোভা না থাকলেও ফুলের রংটি খুব সুন্দর। এমন ঘন নীল রং কমই দেখা যায়।


নামঃ- Brazilian Bachelor's Button, Brazilian Button Flower
বৈজ্ঞানিক নামঃ- Centratherum punctatum    Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ। (net –এ বলেছে রোদে রাখতে, আমি দেখেছি বেশি রোদ সইতে পারেনা।)
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি রঙ। সুগন্ধি।
চারা তৈরিঃ- দানা থেকে চারা হয়।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল।

নামঃ- Chinese box , কামিনী
বৈজ্ঞানিক নামঃ- Murraya paniculata    Family: Rutaceae (citrus family)
আলো-ছায়াঃ- পুরো রোদেই ভালো হয়।
জলের পরিমাণঃ- জল বেশি/কম দুইই সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল, বর্ষা কাল।
ফুলের প্রকৃতিঃ- সাদা, খুবই সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে হয়।
বীজ সংগ্রহঃ- ডিম্বাকৃতি ফল হয়, তাতে বীজ থাকে।
আরও কিছুঃ- খুব প্রিয় ফুল আমার। মা এই গাছটা দিয়েছেন। হাল্কা বাতাসে, বা নাড়া খেলে ফুল ঝরে যায়, তাই এই ফুল চুরি যায় না।

নামঃ-  মাদার গাছ,Corky Coral Tree, Indian Coral Tree
বৈজ্ঞানিক নামঃ- Erythrina stricta var. suberosa   Family: Fabaceae (Pea family) 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়, লাল রঙের। বাঁকানো গুচ্ছ করে ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- বড় গাছ, তবে বনসাই করা যায়, টবেও ফুল আসে। পাতাও খুব সুন্দর- Heart shape- হলুদ-সবুজ রঙের। এই গাছটা শিয়ালদহ থেকে দিবাকরের কাছ থেকে এনেছিলাম।

নামঃ- Crape jasmine, Carnation of India, Chandni (Hindi), ডবল টগর
বৈজ্ঞানিক নামঃ- Tabernaemontana divaricata 'Flore Pleno'    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম-বেশি দুইই সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- প্রজাপতি আসে অনেক। এটাও মা দিয়েছেন।



নামঃ- Devil's Trumpet, Horn of plenty; downy thorn apple হলুদ ধুতরো।
বৈজ্ঞানিক নামঃ- Datura metel   Family: Solanaceae
আলো-ছায়াঃ- রোদ/ছায়া দুই-ই সইতে পারে।
জলের পরিমাণঃ-  বেশি জল সইতে পারেনা।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- হালকা হলুদ রঙ। রাতে সুগন্ধ ছড়ায়।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- দানা গাছে পেকে গেলে, ছড়িয়ে দিতে হবে। বেশিদিন দানা ভালো থাকেনা। দানা বিষাক্ত।
আরও কিছুঃ- এই গাছটা Horticulture, Alipur থেকে আনি প্রথমে। সেটা চলে যাওয়ায় জিয়ারুল আবার আমাকে দেয়।এই গাছটি খুব সুন্দর হলেও অন্য ধুতরো ফুলের মত এটাও বিষাক্ত। তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে।



নামঃ- Peach Angel's Trumpet, Salmon Angel's Trumpet গোলাপী ধুতরো।
বৈজ্ঞানিক নামঃ- Brugmansia versicolor    Family: Solanaceae
আলো-ছায়াঃ- ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- বেশি নয়।
ফুল ফোটার সময়ঃ- শীতের থেকে গরমের শুরু।
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, বড়, সুগন্ধি ফুল।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- দানা গাছে পেকে গেলে ছড়িয়ে দিতে হবে। বেশিদিন দানা ভালো থাকেনা। দানা বিষাক্ত।
আরও কিছুঃ- এই গাছটি আমি পাই-সিকিম রাবাংলা-তে। কিসু দিয়েছিল। চারা তুলতে ওকে বেশ কসরত করতে হয়েছিল। এই গাছটি খুব সুন্দর হলেও অন্য ধুতরো ফুলের মত এটাও বিষাক্ত। তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে।



নামঃ- Dombeya Wallichi, Tropical Hydrangea , শতদল পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Dombeya Spectabilis Family: Malvaceae (Mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল বেশি হলে গাছের ক্ষতি হবে।
ফুল ফোটার সময়ঃ- শরৎ-এর শেষে।
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি প্রায় সাদা, গোছ করে ফুল হয়। সুগন্ধি। প্রচুর প্রজাপতি আসে।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- ফুল শেষ হয়ে গেলে ডাল কেটে দেওয়া ভাল। এই গাছটা সুখেন্দু মেসোমশাই দিয়েছেন।



নামঃ- Four O'clock, Beauty-of-the-night সন্ধ্যা মালতী
বৈজ্ঞানিক নামঃ- Mirabilis jalapa 
 Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- হালকা রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়। আমার কাছে এখন আছে রানি রঙের। সন্ধ্যাতে ফোটে, সুগন্ধি।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- ফুল শুকিয়ে গেলে তার নিচে দানা হয়। দানা ভাল করে রোদে শুকিয়ে নিতে হয়।
আরও কিছুঃ- এই চারাগুলো, জিয়ারুল দিয়েছে। আইভি আর আমি মিলে যাদবপুর থেকেও এনেছি।



নামঃ- Fragrant Panama rose, Sweet Smelling Rondeletia
বৈজ্ঞানিক নামঃ- Rondeletia odorata    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল।
ফুলের প্রকৃতিঃ- গোছ করে ফুল হয়। ফুলে কোনও সুগন্ধ নেই। কেন সুগন্ধি বলে ঠিক জানিনা।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এই গাছটা গড়িয়া থেকে এনেছি। মাটিতে ভাল হয়।



নামঃ- Gardenia- Golden, Malaysian Tree Gardenia, Kedah Gardeni , হলুদ গন্ধরাজ
বৈজ্ঞানিক নামঃ- Gardenia carinata  FAMILY : Rubiaceae (coffee family)

আলো-ছায়াঃ- হালকা রোদ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- লম্বা ফুল। হালকা হলুদ, পরে কমলা রঙের হয়। সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- বৈঠকখানা বাজার থেকে এনেছি।



নামঃ- Gardenia, Cape jasmine গন্ধরাজ
বৈজ্ঞানিক নামঃ- Gardenia jasminoides    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল।
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি, রাতে ফোটে।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- খুব সুগন্ধি ফুলের গাছ। কোথা থেকে এনেছিলাম মনে নেই। হয়ত মেলা থেকে।



নামঃ- Gerbera daisy, Transvaal daisy, Barberton daisy daisy
বৈজ্ঞানিক নামঃ- Gerbera jamesonii      Family: Asteraceae (Sunflower family)
শ্রেণিঃ- Tender Perennials
আলো-ছায়াঃ- হালকা রোদ- স্বচ্ছ ছাউনির তলায় রাখলে ভাল হয়।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফুল হয়।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, নানা রঙের হয়।
চারা তৈরিঃ- গুচ্ছমূল থেকে নতুন চারা আলাদা করা হয়। দোকান থেকে কেনা চারার বড় পাতাগুলি কেটে তবে মাটিতে বসাতে হয়। টবে করাই ভাল। গুল খুব শক্ত হলে সেটা জলে ধুয়ে নিতে হবে।
আরও কিছুঃ- এবারের বৃষ্টিতে আমার Gerbera গুলো আর নেই। নতুন একটা পেয়েছি। কি রঙ জানিনা। নোয়াপাড়ার মেশোমসাই দিয়েছেন।



নামঃ- Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night,  শিউলি
বৈজ্ঞানিক নামঃ- Nyctanthes arbortristis    Family: Oleaceae (Jasmine family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি। জল বেশি হলে গাছের ক্ষতি হয়।
ফুল ফোটার সময়ঃ- শরৎ কাল।
ফুলের প্রকৃতিঃ- সাদা-কমলা বোঁটার নরম ফুল। অপূর্ব সুবাস। রাতে ফুটে সকালে ঝরে যায়, তাই Tree of Sorrow বলে, শিউলির গন্ধে সকালে মনটা ভরে যায়।
চারা তৈরিঃ- দানা থেকে হয়। পাশ ছেড়েও হয়।
বীজ সংগ্রহঃ- শক্ত খোলার ভিতর দানা থাকে।
আরও কিছুঃ- খুব প্রিয় গাছ আমার। এখানে খুব জল হয় বলে, গাছটা প্রতিবারই যাই যাই করে, আমার মায়াতেই মনে হয় থেকে যায়। সুখেন্দু মেশোমসাই দিয়েছেন।



নামঃ- Hibiscus,  জবা
বৈজ্ঞানিক নামঃ- Hibiscus rosa-sinensis     Family: Malvaceae (mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের ফুল হয়। আমার কাছেও অনেক রকম জবা আছে।
চারা তৈরিঃ- কলম করে বা ডাল থেকে।
আরও কিছুঃ- এক দিনের ফুল। সকালে ফুটে বিকালে বুজে যায়। গন্ধ নেই। দেখতে সুন্দর। নানা জায়গা থেকে সংগ্রহ করা।



নামঃ- Ixora, Jungle geranium, Rugmini , রঙ্গন
বৈজ্ঞানিক নামঃ- Ixora coccinea    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কষ্টসহিষ্ণু গাছ। জল কম-বেশিতেও থাকে।
ফুল ফোটার সময়ঃ- সারা বছর।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়। আমার চারটে রঙ আছে।
চারা তৈরিঃ- মুল ভাগ করে। পাশও ছাড়ে। ডাল কলম করেও হয়।
আরও কিছুঃ- সুন্দর রঙ হয়। আমার একটা গাছের পাতাও খুব সুন্দর। কোঁকড়ানো। নানা জায়গা থেকে আনা।



নামঃ- Lady of the Night
বৈজ্ঞানিক নামঃ- Brunfelsia americana    Family: Solanaceae (Potato family)
শ্রেণিঃ- ছোট গাছ।
আলো-ছায়াঃ- রোদের বা অল্প ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত, সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- সাদা- পরে হাল্কা হলুদ রঙের হয়। একই গাছে তাই দু রকম ফুল দেখা যায়। খুব সুগন্ধি। রাতেই সুগন্ধ পাওয়া যায়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এটা রশ্মি দিয়েছে।রাতে জানলার পাশে এই গাছটা রাখলে ঘরে আর কোনও Room freshener লাগেনা।



নামঃ- Mountain Pomegranate, Spiny Randia, Sanskrit: Madanah
বৈজ্ঞানিক নামঃ- Catunaregam spinosa    Family: Rubiaceae (Coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- মে মাস।
ফুলের প্রকৃতিঃ- প্রথমে সাদা , পরে হলুদ রঙের হয়।
চারা তৈরিঃ- ঠিক জানিনা।
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে আনা।

নামঃ- Plumeria pudica, White Frangipani
বৈজ্ঞানিক নামঃ- Plumeria pudica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- সাদা রঙ। গোছ করে ফোটে।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনেছিল, মুচিসা থেকে।



নামঃ- Rabbit ears, Orange bird, Hummingbird plant
বৈজ্ঞানিক নামঃ- Ruttya fruticosa      Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদ / হালকা রোদ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শেষ থেকে শীত।
ফুলের প্রকৃতিঃ- কমলা, ভিতর কালো। অনেকটা clianthus এর মতো দেখতে।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে, এইভাবে চারা তৈরিটা সোজা।
বীজ সংগ্রহঃ- বীজের শক্ত খোলাটা ভেঙ্গে ভিতরের দানাটা বের করতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা বৈঠকখানা বাজারের দিবাকরের থেকে এনেছিলাম, কিন্তু আমার আসল গাছটা চলে গিয়েছিল, পরে জিয়ারুল আমাকে আবার দিয়েছিল।



নামঃ- Rose, গোলাপ
বৈজ্ঞানিক নামঃ-Rosa    Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়।
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, ও সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না।
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি।
আরও কিছুঃ-গোলাপ নিয়ে অনেক কিছু বলার আছে, তাই পরে এ নিয়ে আলাদা আলোচনা করবো।
 গোলাপের আরও ছবি।



নামঃ- Shooting Star, Star Flower, Purple False Erantheum, Dazzler
বৈজ্ঞানিক নামঃ- Pseuderanthemum laxiflorum    Family: Acanthaceae (Ruellia family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম। জল বেশি হলে ক্ষতি হয়।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- বেগুনি রঙের ছোট ফুল, প্রচুর ফুল একসাথে গাছে থাকে।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এই গাছটা রশ্মি দিয়েছিল। সেটা আর নেই। পরে সোনারপুর স্টেশন থেকে কিনেছি। একটু যত্ন লাগে, খুব দ’ইয়ে পোকা হয়।



নামঃ- Shrub Vinca, Pink Kopsia, Pink Gardenia  গোলাপী টগর
বৈজ্ঞানিক নামঃ- Kopsia fruticosa    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল।
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, গোছ করে ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- আমার গাছে দা্না হয় নি।
আরও কিছুঃ- এটা Alipur Horticulture থেকে এনেছি।



নামঃ- Sky flower
বৈজ্ঞানিক নামঃ- Duranta erecta Family: Verbenaceae (verbena family)
আলো-ছায়াঃ- পুরো রোদ।
জলের পরিমাণঃ- জল দিতে হবে, কিন্তু বেশি হয়ে না যায়।
ফুল ফোটার সময়ঃ- গরম ও বর্ষার শুরুতে।
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে বেগুনি-সাদা পাড় দেওয়া ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- কমলা রঙের দানা হয়। এর ভিতর দানা থাকে, ওপরের অংশ ছাড়িয়ে শুকিয়ে সংরক্ষণ করতে হয়।
আরও কিছুঃ- এটা গড়িয়া থেকে এনেছি। প্রজাপতি আসে।



নামঃ- Swamp Dayflower
বৈজ্ঞানিক নামঃ- Commelina paludosa     Family: Commelinaceae (Dayflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- এটা একেবারে জংলি গাছ। যাকে বলে weed. নিজের ইচ্ছাতেই হয়।
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- হালকা নীল রঙ।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।
আরও কিছুঃ- এটা নিজের খুশিতেই বাড়ির বাগানে, বা আশেপাশে হয়ে থাকে। যত্ন করে বসিয়ে ছিলাম কিন্তু হয়নি। ও নিজের আনন্দেই তাই থাক।

4 comments:

Unknown said...

Informative

Unknown said...

খুব ভালো লাগলো। ধন্যবাদ।

Unknown said...

মুখ চেনা অথচ পরিচয় অজানা এমন অনেক গুলো ফুল কে জানলাম। ধন্যবাদ।

Unknown said...

আপনার বাগান অনবদ্য , কিছু গাছের জন্য আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি জানাবেন pls