Navigation

Red- Pink



নামঃ- Allamanda, Purple
বৈজ্ঞানিক নামঃ- Allamanda blanchetii      Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ-রোদের গাছ
জলের পরিমাণঃ-জল কম বেশি সবই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কাল, বর্ষা কাল
ফুলের প্রকৃতিঃ- বড় রানি রঙের
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও বড় লতা গাছ। গড়িয়া থেকে কিনেছি


নামঃ- AmaryllisLily
বৈজ্ঞানিক নামঃ- Hippeastrum hybrid      Family: Amaryllidaceae (Nargis family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম জল
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা সিকিম থেকে এনেছিলাম


নামঃAmaryllis Lily double
বৈজ্ঞানিক নামঃ-Hippeastrum Family: Amaryllidaceae / Liliaceae Amaryllis
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ-শীতের শেষ থেকে
ফুলের প্রকৃতিঃ- বড় ডাবল ফুল, সুগন্ধি
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি






নামঃ-Azalea
 বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
আলো-ছায়াঃ- আমাদের এখানে হাল্কা ছায়াতেই রাখা ভালো।
জলের পরিমাণঃ- জল বেশি হলে, গাছ নষ্ট হয়ে যাবে।
ফুল ফোটার সময়ঃ-বসন্ত।
ফুলের রং:-নানা রং এর হয়। আমারটাতে গোলাপি-রানি রং ছিল
চারা তৈরিঃ- ডাল কেটে চারা হয়, তবে আমি করতে পারিনি
আরও কিছুঃ- এই গাছটা আর নেই। বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। এটা মূলত শীতের দেশের   গাছ

নামঃ- Bougainvillea, Lesser Bougainvillea, কাগজ ফুল
বৈজ্ঞানিক নামঃ-  Bougainvillea glabra       Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- নানা রকমের রঙ হয়। আমার কাছেও আছে, মঞ্জরি করে ফুল হয়, আলাদা আলাদাও হয়। আমার লাল, সাদা, লাল-হলুদ, হলুদ রঙের ফুলের গাছ আছে
চারা তৈরিঃ- ডাল খেকে
আরও কিছুঃ- এইগুলো এনেছি মুচিশা, বৈঠকখানা বাজার, সুখেন্দু মেসোমশাই এর থেকে। টবে বনসাই করে বা মাটিতে দু-ভাবেই করা যায়


নামঃ-  মাদার গাছ,Corky Coral Tree, Indian Coral Tree
বৈজ্ঞানিক নামঃ- Erythrina stricta var. suberosa   Family: Fabaceae (Pea family) 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়, লাল রঙের। বাঁকানো গুচ্ছ করে ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- বড় গাছ, তবে বনসাই করা যায়, টবেও ফুল আসে। পাতাও খুব সুন্দর- Heart shape- হলুদ-সবুজ রঙের। এই গাছটা শিয়ালদহ থেকে দিবাকরের কাছ থেকে এনেছিলাম।


নামঃ- Datura-Peach Angel's Trumpet, Salmon Angel's Trumpet গোলাপী ধুতরো
বৈজ্ঞানিক নামঃ- Brugmansia versicolor    Family: Solanaceae
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ- বেশি নয়
ফুল ফোটার সময়ঃ- শীতের থেকে গরমের শুরু।
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, বড়, সুগন্ধি ফুল
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- দানা গাছে পেকে গেলে ছড়িয়ে দিতে হবে। বেশিদিন দানা ভালো থাকেনা। দানা বিষাক্ত
আরও কিছুঃ- এই গাছটি আমি পাই-সিকিম রাবাংলা-তে। কিসু দিয়েছিল। চারা তুলতে ওকে বেশ কসরত করতে হয়েছিল। এই গাছটি খুব সুন্দর হলেও অন্য ধুতরো ফুলের মত এটাও বিষাক্ত। তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে


নামঃ- Dombeya Wallichi, Tropical Hydrangea , শতদল পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Dombeya Spectabilis Family: Malvaceae (Mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল বেশি হলে গাছের ক্ষতি হবে
ফুল ফোটার সময়ঃ- শরৎ-এর শেষে
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি প্রায় সাদা, গোছ করে ফুল হয়। সুগন্ধি। প্রচুর প্রজাপতি আসে
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- ফুল শেষ হয়ে গেলে ডাল কেটে দেওয়া ভাল। এই গাছটা সুখেন্দু মেসোমশাই দিয়েছেন


নামঃ- Football Lily, Blood Lily,  Powderpuff Lily,  বল লিলি
বৈজ্ঞানিক নামঃ- Scadoxus multiflorus ssp. multiflorus   Family: Amaryllidaceae (Nargis family) Synonyms: Haemanthus multiflorus
আলো-ছায়াঃ- আলো/ ছায়া দুটোই সইতে পারে
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ- বসন্ত
ফুলের প্রকৃতিঃ-বলের মতো দেখতে, লাল রঙের হয়
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা মা দিয়েছেন। পাতা ঝরে যায়, মাটি ফুড়ে হঠাৎ বেরিয়ে ফুল দেয়, খুব মজা লাগে


নামঃ- Gerbera daisy, Transvaal daisy, Barberton daisy daisy
বৈজ্ঞানিক নামঃ- Gerbera jamesonii      Family: Asteraceae (Sunflower family)
শ্রেণিঃ- Tender Perennials
আলো-ছায়াঃ- হালকা রোদ- স্বচ্ছ ছাউনির তলায় রাখলে ভাল হয়
জলের পরিমাণঃ- কম জল
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফুল হয়
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, নানা রঙের হয়
চারা তৈরিঃ- গুচ্ছমূল থেকে নতুন চারা আলাদা করা হয়। দোকান থেকে কেনা চারার বড় পাতাগুলি কেটে তবে মাটিতে বসাতে হয়। টবে করাই ভাল। গুল খুব শক্ত হলে সেটা জলে ধুয়ে নিতে হবে
আরও কিছুঃ- এবারের বৃষ্টিতে আমার Gerbera গুলো আর নেই। নতুন একটা পেয়েছি। কি রঙ জানিনা। নোয়াপাড়ার মেশোমসাই দিয়েছেন


নামঃ- Hibiscus,  জবা
বৈজ্ঞানিক নামঃ- Hibiscus rosa-sinensis     Family: Malvaceae (mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের ফুল হয়। আমার কাছেও অনেক রকম জবা আছে
চারা তৈরিঃ- কলম করে বা ডাল থেকে
আরও কিছুঃ- এক দিনের ফুল। সকালে ফুটে বিকালে বুজে যায়। গন্ধ নেই। দেখতে সুন্দর। নানা জায়গা থেকে সংগ্রহ করা


নামঃ- Hidden Ginger Lily
বৈজ্ঞানিক নামঃ- Curcuma angustifolia    Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ-
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এই গাছটা গ্যাংটকের রাস্তা থেকে এনেছিলাম


নামঃ- Ixora, Jungle geranium, Rugmini , রঙ্গন
বৈজ্ঞানিক নামঃ- Ixora coccinea    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কষ্টসহিষ্ণু গাছ। জল কম-বেশিতেও থাকে
ফুল ফোটার সময়ঃ- সারা বছর
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়। আমার চারটে রঙ আছে
চারা তৈরিঃ- মুল ভাগ করে। পাশও ছাড়ে। ডাল কলম করেও হয়
আরও কিছুঃ- সুন্দর রঙ হয়। আমার একটা গাছের পাতাও খুব সুন্দর। কোঁকড়ানো। নানা জায়গা থেকে আনা


নামঃ- Lobsterclaw, Hanging heliconia
বৈজ্ঞানিক নামঃ- Heliconia rostrata    Family: Heliconiaceae (heliconia family)
আলো-ছায়াঃ- সব রকমই সইতে পারে
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ-খুব উজ্জ্বল লাল-হলুদ রঙের পাখির ঠোঁটের মতো দেখতেমোচার মতো ফুল হয়
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা কোথা থেকে পেয়েছি মনে নেই


নামঃ- : RainLily Rose
বৈজ্ঞানিক নামঃ- Zephyranthes rosea    Family: Amaryllidaceae (Nargis family )
আলো-ছায়াঃ- রোদ ছায়া দুরকমই সইতে পারে
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- বর্ষা
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল গোলাপি, হলুদ, সাদা এই সব রঙ হয়। আমার লিলির গোলাপি রঙের
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এখন মনে পড়ছেনা কিভাবে পেয়েছিলাম


নামঃ- RangoonCreeper, মাধবী লতা
বৈজ্ঞানিক নামঃ- Quisqualis indica    Family: Combretaceae (Rangoon creeper family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ-কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়
আরও কিছুঃ- এই গাছটা কিভাবে পেয়েছিলাম মনে নেই। বড় লতা। মাটিতে হয়। একটা Hybrid বেরিয়েছে, সেটা টবে হয়


নামঃ- Rose, গোলাপ
বৈজ্ঞানিক নামঃ-Rosa    Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে
ফুল ফোটার সময়ঃ- শীত কাল
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি
আরও কিছুঃ-গোলাপ নিয়ে অনেক কিছু বলার আছে, তাই পরে নিয়ে আলাদা আলোচনা করবো

 গোলাপের আরও ছবি।













নামঃ- Shrub Vinca, Pink Kopsia, Pink Gardenia  গোলাপী টগর
বৈজ্ঞানিক নামঃ- Kopsia fruticosa    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, গোছ করে ফুল হয়
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- আমার গাছে দা্না হয় নি
আরও কিছুঃ- এটা Alipur Horticulture থেকে এনেছি


নামঃ- : Tulip
বৈজ্ঞানিক নামঃ- Tulipa spp    Family: Liliaceae (lily family)
আলো-ছায়াঃ- একেবারে ছায়াতে রাখতে হবে
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- বসন্ত
ফুলের প্রকৃতিঃ- কাপের মতো দেখতে, নানা রঙের হয়। আমার ফুলের রঙ ছিল লাল
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- আমাদের এখানে এই গাছ হয় না। রশ্মি এনে দিয়েছিল সিকিম থেকে। একবারই ফুটেছিল। কন্দটা রাখতে পারিনি। ফুলটাও এখানকার গরমে খুব কষ্ট পাচ্ছিল। তাও আমাকে ভালবেসে একবার হেসে উঠেছিল ওর সবটুকু শক্তি দিয়ে, সেই আনন্দটুকুই আমার বড় আপনার


নামঃ- Waterlily, Pink
বৈজ্ঞানিক নামঃ- Nymphaea pubescens Family: Nymphaeaceae (waterlily family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম জলের গাছ। আমার মেঝলা-তে আছে
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- আমার হালকা-গাঢ় দুরকম ফুলের গাছই আছে
চারা তৈরিঃ- মূল ভাগ করে, বা কন্দ থেকে
বীজ সংগ্রহঃ-দানা হয়, তবে আমি তা থেকে চারা করিনি
আরও কিছুঃ- এই সালুকটা সুবলদা দিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে। আর হালকা গোলাপী শালুকটা পেয়েছি নোয়াপাড়ার মেশোমশাই এর কাছ থেকে।


 এই শালুকটা নোয়াপাড়ার মেশোমশাই দিয়েছেন।

No comments: