Navigation

Blue- Violet



নামঃ- Blue Daze, Brazilian dwarf morning-glory, Hawaiian Blue Eyes
বৈজ্ঞানিক নামঃ- Evolvulus glomeratus 'Blue Daze'    Family: Convolvulaceae (morning glory family)
আলো-ছায়াঃ-ছায়ার গাছ
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা
ফুলের রং:- হালকা নীল
চারা তৈরিঃ- নরম ডাল থেকে
আরও কিছুঃ- এটা রশ্মি এনে দিয়েছিল

নামঃ- Blue Sage, Eranthemum
বৈজ্ঞানিক নামঃ- Eranthemum pulchellum
আলো-ছায়াঃ- রোদ-ছায়া দুটোই সইতে পারে
জলের পরিমাণঃ- বেশি জল সইতে পারেনা
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষ থেকে
ফুলের রঙ:- ঘন নীল
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল। গাছটার তেমন শোভা না থাকলেও ফুলের রংটি খুব সুন্দর। এমন ঘন নীল রং কমই দেখা যায়
 
নামঃ- Bower Vine
বৈজ্ঞানিক নামঃ- Pandorea jasminoides    Family: Bignoniaceae (Bignonia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি। সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- জিয়ারুল দিয়েছে। টবে করা যায়


নামঃ- Brazilian Bachelor's Button, Brazilian Button Flower
বৈজ্ঞানিক নামঃ- Centratherum punctatum    Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ। (net – বলেছে রোদে রাখতে, আমি দেখেছি বেশি রোদ সইতে পারেনা।)
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি রঙ। সুগন্ধি
চারা তৈরিঃ- দানা থেকে চারা হয়।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল

নামঃ- Climbing Oleander, Rose Allamanda
বৈজ্ঞানিক নামঃ- Strophanthus gratus    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝা্রি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। হালকা বেগুনি, পাপড়ির পিছন দিকে মেরুন রঙ, ফুলের ভিতর থেকে খুব সুন্দর শিশ হয়। পরে সেটা অন্য রঙের হয়। সুগন্ধি
চারা তৈরিঃ-

আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি



নামঃ- Laurel Clock Vine, laurel-leaved clockvine, laurel-leaved thunbergia, purple allamanda
বৈজ্ঞানিক নামঃ-Thunbergia laurifolia    Family: Acanthaceae (Barleria family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- গাছ একবার ভালোভাবে বসে গেলে, জল কম দিতে হবে
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড়। নীল রঙের
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা গড়িয়া থেকে এনেছিলাম। এই গাছ খুব দ্রুত বাড়ে, তাই সবসময় ডাল ছাটতে হবে


নামঃ- : Peacock Ginger
বৈজ্ঞানিক নামঃ- Kaempferia laotica      Family: Zingiberaceae (ginger family)
আলো-ছায়াঃ- পুরো ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষে কন্দ থেকে নতুন গাছ ওঠে। গাছ একটু বড় হলে হালকা বেগুনি Lavender Color এর ফুল হয়।গাছটা মাটির সাথে প্রায় মিশে থাকে। রোজ ফুল হয়, খুব ছোট আর দিনের শেষে আর থাকেনা। শীতে গাছে আর পাতা থাকেনা মাটির ভিতর কন্দটা থেকে যায়
ফুলের প্রকৃতিঃ- ছোট বেগুনি ফুল
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা আমার প্রতিবেশী পরমা কাকিমা দিয়েছিলেন


নামঃ- Purple passion flower, Apricot vine , ঝুমকো লতা
বৈজ্ঞানিক নামঃ- Passiflora incarnata    Family: Passifloraceae (passion flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় নীল ফুল। তীব্র সুগন্ধ
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়
আরও কিছুঃ- এটা অম্বার বাবা দিয়েছিলেন


নামঃ- Purple Wreath, Queen's Wreath, Sandpaper Vine, নীলমনি লতা
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- দুই- সইতে পারে
জলের পরিমাণঃ- জল কম
ফুল ফোটার সময়ঃ- শীতের সময়
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে নীল ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা। অনেক প্রজাপতি আসে


নামঃ- Shooting Star, Star Flower, Purple False Erantheum, Dazzler
বৈজ্ঞানিক নামঃ- Pseuderanthemum laxiflorum    Family: Acanthaceae (Ruellia family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম। জল বেশি হলে ক্ষতি হয়
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- বেগুনি রঙের ছোট ফুল, প্রচুর ফুল একসাথে গাছে থাকে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা রশ্মি দিয়েছিল। সেটা আর নেই। পরে সোনারপুর স্টেশন থেকে কিনেছি। একটু যত্ন লাগে, খুব ইয়ে পোকা হয়


নামঃ- Sky flower
বৈজ্ঞানিক নামঃ- Duranta erecta Family: Verbenaceae (verbena family)
আলো-ছায়াঃ- পুরো রোদ
জলের পরিমাণঃ- জল দিতে হবে, কিন্তু বেশি হয়ে না যায়
ফুল ফোটার সময়ঃ- গরম বর্ষার শুরুতে
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে বেগুনি-সাদা পাড় দেওয়া ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- কমলা রঙের দানা হয়। এর ভিতর দানা থাকে, ওপরের অংশ ছাড়িয়ে শুকিয়ে সংরক্ষণ করতে হয়
আরও কিছুঃ- এটা গড়িয়া থেকে এনেছি। প্রজাপতি আসে


নামঃ- SwampDay flower
বৈজ্ঞানিক নামঃ- Commelina paludosa     Family: Commelinaceae (Dayflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- এটা একেবারে জংলি গাছ। যাকে বলে weed. নিজের ইচ্ছাতেই হয়
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- হালকা নীল রঙ
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- জানিনা
আরও কিছুঃ- এটা নিজের খুশিতেই বাড়ির বাগানে, বা আশেপাশে হয়ে থাকে। যত্ন করে বসিয়ে ছিলাম কিন্তু হয়নি। নিজের আনন্দেই তাই থাক

গাড় নীল শালুক -শান্তিনিকেতন, চিত্রা দিয়েছে



নামঃ- Water lily, Blue
বৈজ্ঞানিক নামঃ- Nymphaea pubescens Family: Nymphaeaceae (waterlily family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম জলের গাছ। আমার মেঝলা-তে আছে
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- আমার হালকা-গাঢ় দুরকম ফুলের গাছই আছে
চারা তৈরিঃ- মূল ভাগ করে, বা কন্দ থেকে
বীজ সংগ্রহঃ-দানা হয়, তবে আমি তা থেকে চারা করিনি
আরও কিছুঃ-এই হালকা নীল শালুকটা পরমা কাকিমা প্রথমে দিয়েছিলেন। পরে রশ্মি দিয়েছে। আর অন্যটা এনেছি শান্তিনিকেতন থেকে



2 comments:

Debolina said...

আপনার প্রচেষ্টাকে স্বাগত। গাছপাগলা মানুষজন আপনার এই তথ্যতে উপকৃত হবেন।

Unknown said...

আপনার সাথে আলাপ করার ইচ্ছে রইলো। আমি আমতলা , বারুইপুর রোডে থাকি। স্বামী, স্ত্রী, একমাত্র ছেলে, পড়াশোনা করছে, সাতটি সন্তানের মতো প্রিয় দেশী কুকুর, একটি ছোট কিচেন গার্ডেন, ফুল শাকসবজির চাষ হয়-এই আমাদের সংসার। ভালো থাকবেন।