Navigation

Flowers : M-P



নামঃ- Mandevilla sanderi
বৈজ্ঞানিক নামঃ- Family: Apocynaceae Genus: Mandevilla  Species: sanderi Cultivar: Alba
Height:8-10 ft. (2.4-3 m)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- বেশি জল সহ্য করতে পারেনা। শিকড় পচে যেতে পারে
ফুল ফোটার সময়ঃ- বসন্ত থেকে গরমের শুরু
ফুলের প্রকৃতিঃ- সাদা, অন্য রঙেরও হয়। আমারটা সাদা, মাঝে হালকা হলুদ
চারা তৈরিঃ- নরম ডাল থেকে
আরও কিছুঃ- গাছ ভরে ফুল হয়। সুগন্ধি। টবে করাই ভাল
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি


নামঃ- Mexican Flame Vine, Orange Glow Vine
বৈজ্ঞানিক নামঃ- Senecio confusus     Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল কম বেশি সহ্য করতে পারে
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- উজ্জ্বল কমলা রঙের
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- দানা গাছে শুকিয়ে, সরাসরি মাটিতে পুঁততে হয়
আরও কিছুঃ- এই গাছটা মমতা দিয়েছে। বড় লতা হলেও এটা টবে হয়। এই ফুলে প্রজাপতি আসে



নামঃ- Mountain Pomegranate, Spiny Randia, Sanskrit: Madanah
বৈজ্ঞানিক নামঃ- Catunaregam spinosa    Family: Rubiaceae (Coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- মে মাস
ফুলের প্রকৃতিঃ- প্রথমে সাদা , পরে হলুদ রঙের হয়
চারা তৈরিঃ- ঠিক জানিনা
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে আনা


নামঃ- : Orange Daylily
বৈজ্ঞানিক নামঃ- Hemerocallis fulva      Family: Liliaceae (lily family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ-বড় ফুল, একটা ডাঁটি-তে চারটে ফুল থাকে। উজ্জ্বল কমলা রঙ। অন্য রঙেরও হয়। একদিনেই ফুল বুজে যায়, জবার মত
চারা তৈরিঃ- শিকড় ভাগ করে
আরও কিছুঃ- এটা জিয়ারুল দিয়েছে
Orchids




নামঃ- Parrot's Beak, Hedgehog
বৈজ্ঞানিক নামঃ- Gmelina philippensis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে, হলুদ রঙের ফুল
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা





নামঃ- : PeacockGinger
বৈজ্ঞানিক নামঃ- Kaempferia laotica      Family: Zingiberaceae (ginger family)
আলো-ছায়াঃ- পুরো ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষে কন্দ থেকে নতুন গাছ ওঠে। গাছ একটু বড় হলে হালকা বেগুনি Lavender Color এর ফুল হয়।গাছটা মাটির সাথে প্রায় মিশে থাকে। রোজ ফুল হয়, খুব ছোট আর দিনের শেষে আর থাকেনা। শীতে গাছে আর পাতা থাকেনা। মাটির ভিতর কন্দটা থেকে যায়
ফুলের প্রকৃতিঃ- ছোট বেগুনি ফুল
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা আমার প্রতিবেশী পরমা কাকিমা দিয়েছিলেন

নামঃ- Plumeria pudica, White Frangipani
বৈজ্ঞানিক নামঃ- Plumeria pudica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- সাদা রঙ। গোছ করে ফোটে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনেছিল, মুচিসা থেকে

নামঃ- Purple passion flower, Apricot vine , ঝুমকো লতা
বৈজ্ঞানিক নামঃ- Passiflora incarnata    Family: Passifloraceae (passion flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় নীল ফুল। তীব্র সুগন্ধ
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়
আরও কিছুঃ- এটা অম্বার বাবা দিয়েছিলেন




নামঃ- Purple Wreath, Queen's Wreath, Sandpaper Vine, নীলমনি লতা
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- দুই- সইতে পারে
জলের পরিমাণঃ- জল কম
ফুল ফোটার সময়ঃ- শীতের সময়
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে নীল ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা। অনেক প্রজাপতি আসে

No comments: