Navigation

Friday, November 29, 2013

বাগান ঘিরে আছে যারা..


 বাগানে পাখির কূজন
যাদের প্রাণের চঞ্চলতা ছড়িয়ে আছে, এই বাগানে- যারাই এর সত্যকার স্পন্দন, আজ তাদের সাথে পরিচয় করি আমরা।
বাগানে আজ বেজি (Mongoose) পরিবারকে আবার  দেখলাম। শুধু একজনেরই ছবি তুলতে পেরেছি। খুব ভাল লাগে ওদের খেলাধুলা দেখতে। একবার ওদের বাচ্চাটা পদ্মের পুকুরে পড়ে গিয়েছিল, জলের ভিতর একটা লাঠি আড়াআড়ি ভাবে দিতে, সেটা বেয়ে উঠে এল। তার আগে ওর মা-বাবার কি দৌড়াদৌড়ি! তাই দেখেই তো আমরা জানলাম, কিছু একটা হয়েছে। জল থেকে উঠে একছুটে মায়ের কাছে। সব বাচ্চারাই একরকম !
আমার এই ছোট্ট বাগানকে ঘিরে প্রকৃতির  এত রকম প্রাণের স্পন্দন, শব্দের এত ছবি , এত সুর--  বড় আপনার আমার। কতরকম পাখি আসে, এখানে। যাদের ছবি তুলেছি, তারা ছাড়াও টুনটুনি, দোয়েল, বুলবুলি, দুর্গা টুনটুনি, মৌটুসকি, হলুদ পাখি আরও কত...



দোয়েল পাখি(Robin of Bengal)










মাছরাঙা(Kingfisher)






আমগাছে টিয়াপাখি(Parrot)








ঘুঘু (Columbidae)দম্পতি













মেয়ে কোকিল






এরা ছাড়া সাপ, ব্যাঙ, ফড়িং, প্রজাপতি, মৌমাছি এরাও আছে।আর আছে শালুকের মেঝলাতে রঙিন মাছ।
পদ্মের পুকুরে ডোড়া সাপ।






ফড়িং

Clematis ফুলের ওপর প্রজাপতি

Sunday, November 24, 2013

শীতের ফুলের প্রাক্‌ কথা-


এই ছবি গুলো আমি তুলেছি  ২০১২ তে । ফুলের নামের সাথে ছবি থাকলে বুঝতে সুবিধা হবে।

 আজ পিটুনিয়ার (Petunia) চারা বসানো হল। এই চারা গুলো বড়, তাড়াতাড়ি বাড়বে। এবার বর্ষার জন্য চারা বসাতে দেরি হল অনেক।

Adenium গুলোকে বড় টবে দিলাম।








ইনকা গাঁদা (Inca Marigold) ও বসেছে।