Navigation

Water Plants



Water Plants


নামঃ- Arrowhead"Aztec", Giant Arrowhead, Tropical Arrowhead, Ruby-Eyed Arrowhead
বৈজ্ঞানিক নামঃ- Sagittaria montevidensis    Family: Alismataceae (Water Plantain family)
আলো-ছায়াঃ- রোদ/ছায়া সবই সইতে পারে।
জলের পরিমাণঃ- কম জলের গাছ। Bog Plants.
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল ফোটে। সাদা ফুল, মাঝে হলুদের মধ্যে বেগুনি।
চারা তৈরিঃ- কন্দ থেকে নতুন গাছ হয়।
বীজ সংগ্রহঃ- দানা গাছে শুকালে তুলতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনে দিয়েছিল। আমার বড় মেঝলাতে আছে।

নামঃ- Lotus, Sacred lotus, East Indian Lotus , পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Nelumbo nucifera    Family: Nelumbonaceae (Lotus family)Synonyms: Nelumbium speciosum
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ-পদ্মের জন্য অন্তত চার ফুট গভীর চৌবাচ্চা লাগে। একফুট মাটি। মাটিতে সার না থাকাই ভাল। শেওলা কম হবে।
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শুরু। শীতকালে পদ্ম ফুলের পাতা-ফুল থাকেনা। “নিষ্ঠুর শিশিরপাতে পদ্মগুলি যেতেছে মরিয়া”। শীতের শেষে আবার নতুন পাতা হয়।
ফুলের প্রকৃতিঃ- পদ্ম এখানে সাদা আর গোলাপি হয়। আমার সাদা পদ্ম। গোলাপিতে এখনো ফুল হয়নি।
চারা তৈরিঃ-
বীজ সংগ্রহঃ-ফুল শেষ হলে দানা হয়।
আরও কিছুঃ-সাদা পদ্মটা পেয়েছি আমার প্রতিবেশী মাসিমার (অমিতা বিশ্বাস) থেকে। গোলাপিটা এনেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ-মিশন থেকে।

নামঃ- Water lily, Blue
বৈজ্ঞানিক নামঃ- Nymphaea pubescens Family: Nymphaeaceae (waterlily family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম জলের গাছ। আমার মেঝলা-তে আছে।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- আমার হালকা-গাঢ় দুরকম ফুলের গাছই আছে।
চারা তৈরিঃ- মূল ভাগ করে, বা কন্দ থেকে।
বীজ সংগ্রহঃ-দানা হয়, তবে আমি তা থেকে চারা করিনি।
আরও কিছুঃ-এই হালকা নীল শালুকটা পরমা কাকিমা প্রথমে দিয়েছিলেন। পরে রশ্মি দিয়েছে। আর অন্যটা এনেছি শান্তিনিকেতন থেকে।

গাড় নীল শালুক -শান্তিনিকেতন, চিত্রা দিয়েছে।
  
 গোলাপী শালুক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে সুবল দা দিয়েছেন।


 নামঃ- Water lily, Yellow, Banana Water Lily

বৈজ্ঞানিক নামঃ- Nymphaea mexicana Family: Nymphaeaceae (waterlily family)
আলো-ছায়াঃরোদের গাছ
জলের পরিমাণঃকম জলের গাছ। আমার মেঝলা-তে আছে
ফুল ফোটার সময়ঃসারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃআমার হালকা-গাঢ় দুরকম ফুলের গাছই আছে
চারা তৈরিঃমূল ভাগ করেবা কন্দ থেকে
বীজ সংগ্রহঃ-দানা হয়তবে আমি তা থেকে চারা করিনি
আরও কিছুঃ- হলুদ শালুক রামকৃষ্ণ মিশন , গোলপার্ক জয়দেব মহারাজ দিয়েছেন


হালকা গোলাপি শালুক। নোয়াপাড়ার মেশোমশাই দিয়েছেন।

No comments: