Navigation

Flowers : Q- Z



নামঃ- Rabbit ears, Orange bird, Hummingbird plant
বৈজ্ঞানিক নামঃ- Ruttya fruticosa      Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদ / হালকা রোদ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শেষ থেকে শীত
ফুলের প্রকৃতিঃ- কমলা, ভিতর কালো। অনেকটা clianthus এর মতো দেখতে।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে, এইভাবে চারা তৈরিটা সোজা
বীজ সংগ্রহঃ- বীজের শক্ত খোলাটা ভেঙ্গে ভিতরের দানাটা বের করতে হয়
আরও কিছুঃ- এই গাছটা বৈঠকখানা বাজারের দিবাকরের থেকে এনেছিলাম, কিন্তু আমার আসল গাছটা চলে গিয়েছিল, পরে জিয়ারুল আমাকে আবার দিয়েছিল

নামঃ- : Rain Lily Rose
বৈজ্ঞানিক নামঃ- Zephyranthes rosea    Family: Amaryllidaceae (Nargis family )
আলো-ছায়াঃ- রোদ ছায়া দুরকমই সইতে পারে
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- বর্ষা
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল গোলাপি, হলুদ, সাদা এই সব রঙ হয়। আমার লিলির গোলাপি রঙের
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এখন মনে পড়ছেনা কিভাবে পেয়েছিলাম

নামঃ- Rangoon Creeper, মাধবী লতা
বৈজ্ঞানিক নামঃ- Quisqualis indica    Family: Combretaceae (Rangoon creeper family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ-কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়
আরও কিছুঃ- এই গাছটা কিভাবে পেয়েছিলাম মনে নেই। বড় লতা। মাটিতে হয়। একটা Hybrid বেরিয়েছে, সেটা টবে হয়

নামঃ- Rose, গোলাপ
বৈজ্ঞানিক নামঃ-Rosa    Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে
ফুল ফোটার সময়ঃ- শীত কাল
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি
আরও কিছুঃ-গোলাপ নিয়ে অনেক কিছু বলার আছে, তাই পরে নিয়ে আলাদা আলোচনা করবো
 গোলাপের আরও ছবি।

নামঃ- Shell Ginger, Light galangal, Pink porcelain lily,Punnag champa
বৈজ্ঞানিক নামঃ- Alpinia zerumbet 'Variegata'    Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- গাছ পুরনো হলে তবে ফুল হয়। May মাস।
ফুলের প্রকৃতিঃ- ফুল সাদা শঙ্খের মত দেখতে হয়, ভিতরে হলুদ রঙ হয়। সুগন্ধি। পাতা সুন্দর হলুদ-সবুজ রঙের
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- আলিপুর হর্টিকালচার (Alipur Horticulture) থেকে আমি-আইভি এনেছিলাম। বেশ কয়েক বছর পর ফুল হয়েছে

নামঃ- Shooting Star, Star Flower, Purple False Erantheum, Dazzler
বৈজ্ঞানিক নামঃ- Pseuderanthemum laxiflorum    Family: Acanthaceae (Ruellia family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম। জল বেশি হলে ক্ষতি হয়
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- বেগুনি রঙের ছোট ফুল, প্রচুর ফুল একসাথে গাছে থাকে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা রশ্মি দিয়েছিল। সেটা আর নেই। পরে সোনারপুর স্টেশন থেকে কিনেছি। একটু যত্ন লাগে, খুব ইয়ে পোকা হয়

নামঃ- Shrub Vinca, Pink Kopsia, Pink Gardenia  গোলাপী টগর
বৈজ্ঞানিক নামঃ- Kopsia fruticosa    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, গোছ করে ফুল হয়
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- আমার গাছে দা্না হয় নি
আরও কিছুঃ- এটা Alipur Horticulture থেকে এনেছি

নামঃ- Sky flower
বৈজ্ঞানিক নামঃ- Duranta erecta Family: Verbenaceae (verbena family)
আলো-ছায়াঃ- পুরো রোদ
জলের পরিমাণঃ- জল দিতে হবে, কিন্তু বেশি হয়ে না যায়
ফুল ফোটার সময়ঃ- গরম বর্ষার শুরুতে
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে বেগুনি-সাদা পাড় দেওয়া ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- কমলা রঙের দানা হয়। এর ভিতর দানা থাকে, ওপরের অংশ ছাড়িয়ে শুকিয়ে সংরক্ষণ করতে হয়
আরও কিছুঃ- এটা গড়িয়া থেকে এনেছি। প্রজাপতি আসে


নামঃ- SwampDayflower
বৈজ্ঞানিক নামঃ- Commelina paludosa     Family: Commelinaceae (Dayflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- এটা একেবারে জংলি গাছ। যাকে বলে weed. নিজের ইচ্ছাতেই হয়
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- হালকা নীল রঙ
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- জানিনা
আরও কিছুঃ- এটা নিজের খুশিতেই বাড়ির বাগানে, বা আশেপাশে হয়ে থাকে। যত্ন করে বসিয়ে ছিলাম কিন্তু হয়নি। নিজের আনন্দেই তাই থাক

নামঃ- Sweet Clock-Vine, White Lady
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia fragrans     Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম-বেশি দুই- সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কালে বেশী হয়
ফুলের প্রকৃতিঃ-সাদা রঙ
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- ফুল পুরো শুকিয়ে গেলে সংগ্রহ করতে হয়
আরও কিছুঃ-এই গাছটা কাজলদি দিয়েছে। টবে হয়


নামঃ- Trumpet Creeper, Trumpet Vine
বৈজ্ঞানিক নামঃ- Campsis radicans   Family: Bignoniaceae(Jacaranda family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জলের কম বেশী সহ্য করতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল- থেকে শীতের শুরু পর্যন্ত।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল গোছ করে হয়। কমলা রঙের ফুল। প্রজাপতি, পাখি, মৌমাছি    আসে- ফুলের শোভায়।
চারা তৈরিঃ- পাস ছেড়ে অনেক চারা হয়।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- বড় লতা, কোনো শক্ত অবলম্বন না পেলে ভাল হয় না।



নামঃ- Tulip

বৈজ্ঞানিক নামঃ- Tulipa spp    Family: Liliaceae (lily family)
আলো-ছায়াঃ- একেবারে ছায়াতে রাখতে হবে।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত।
ফুলের প্রকৃতিঃ- কাপের মতো দেখতে, নানা রঙের হয়। আমার ফুলের রঙ ছিল লাল।
চারা তৈরিঃ- কন্দ থেকে।

আরও কিছুঃ- আমাদের এখানে এই গাছ হয় না। রশ্মি এনে দিয়েছিল সিকিম থেকে। একবারই ফুটেছিল। কন্দটা রাখতে পারিনি। ফুলটাও এখানকার গরমে খুব কষ্ট পাচ্ছিল। তাও আমাকে ভালবেসে ও একবার হেসে উঠেছিল ওর সবটুকু শক্তি দিয়ে, সেই আনন্দটুকুই আমার বড় আপনার।

নামঃ- Water lily, Blue
বৈজ্ঞানিক নামঃ- Nymphaea pubescens Family: Nymphaeaceae (waterlily family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম জলের গাছ। আমার মেঝলা-তে আছে।
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- আমার হালকা-গাঢ় দুরকম ফুলের গাছই আছে।
চারা তৈরিঃ- মূল ভাগ করে, বা কন্দ থেকে।
বীজ সংগ্রহঃ-দানা হয়, তবে আমি তা থেকে চারা করিনি।
আরও কিছুঃ-এই হালকা নীল শালুকটা পরমা কাকিমা প্রথমে দিয়েছিলেন। পরে রশ্মি দিয়েছে। আর অন্যটা এনেছি শান্তিনিকেতন থেকে।
শালুকের আরও তথ্য Water Plants page এ দেখুন।

4 comments:

Azharul Islam said...

এখানে যাকে মাধবি লতা পরিচয় করে দেয়া হয়েছে তা আসলে মাধবি লতা নয়। এর প্রকৃত নাম মধুমঞ্জু। আর মাধবিলতা যদিও আমাদের নিজস্ব ফুল তবু এদের দেখা যায় ক। বছরে একবার ফাগুন মাসে ফুল ফুটে তাও খুবই অল্প সময়ের জন্য।

Azharul Islam said...

এখানে যাকে মাধবি লতা পরিচয় করে দেয়া হয়েছে তা আসলে মাধবি লতা নয়। এর প্রকৃত নাম মধুমঞ্জু। আর মাধবিলতা যদিও আমাদের নিজস্ব ফুল তবু এদের দেখা যায় ক। বছরে একবার ফাগুন মাসে ফুল ফুটে তাও খুবই অল্প সময়ের জন্য।

Azharul Islam said...

https://m.facebook.com/groups/887342247993355?view=permalink&id=1320045028056406

Azharul Islam said...

https://m.facebook.com/groups/887342247993355?view=permalink&id=1320045028056406