Navigation

Tuesday, December 10, 2013

আজ Lilium ফুটেছে।




আজ Lilium ফুটেছে। ভাইয়ের সাথে শিখরপুর গিয়ে Lilium এনেছিলাম। খুব সুন্দর রঙ হয়েছে। আগুনের মতো। গতবার শীতেও রশ্মি আমাকে Lilium দিয়েছিল। আমার মনে ছিল না। ফুল দেখে মনে পড়ল। জানতাম না ফুল শেষ হলে, এর Bulb তুলে রাখতে হয়। এবার আর ভুল হবে না। আগের বারের Bulb Lily bed পুঁতে দিয়েছিলাম, তাই হয়তো হারিয়ে গেল ! খুব খারাপ লাগছে এখন। এবার এত বৃষ্টি হয়েছে, আটবার জলে ঢুবেছে বাগান !! আমারই সাবধান করে তুলে রাখা উচিত ছিল। আগের বারের Lilium এর রঙ ছিল প্রায় সবুজ

বৈঠকখানা বাজার থেকে গোলাপ আনলাম। বেশ বড় গাছ। এগুলো বড় টবে করবো। এখন Varmi compost দিয়ে বসালাম। গাছ ধরে গেলে, অন্য সার দিতে হবে। বাগানের সারের Pit থেকে অনেক মাটি তোলা হয়েছে। ওখানে আমি রান্নাঘরের সব্জির খোসা, চা-পাতা, ডিমের খোলা, পাতা, ঘাস এইসব ফেলি। একবছর অন্তর তুলে নিলে খুব ভাল সার হয়। এই মাটিদিয়েই গোলাপ গাছের টব তৈরি করা হল
শীতের ফুল যা যা লাগানো হলো............



Alyssum





Chondromollika











Cosmos












































Sweet Williams






Antirhinum আর  Gladiolus গতবার শীতে লাগানো হয়নি, এবার লাগিয়েছি
এর মধ্যে Cineraria পুরোপুরি ছায়ার গাছ। Impatiens হালকা ছায়ার গাছ। Lilum কড়া রোদ সহ্য করতে পারেনা। এছাড়া সব গাছে অনেক রোদ লাগে
Impatiens ফুটতে শুরু করে দিয়েছে
Chondromollika তে কুঁড়ি এসেছে। শীত এসেছে, কত ফুল হবে বাগানে, খুব ভাল লাগছে

Australian জবা ফুটছে