Navigation

Flowers : A-D



নামঃ- Allamanda, Golden Trumpet Vine
বৈজ্ঞানিক নামঃ- Allamanda cathartica      Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল কম বেশি সবই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ-গরম কাল, বর্ষা কাল
ফুলের প্রকৃতিঃ- বড় হলুদ রঙ
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা অনেক রকমের হয়, বড় লতানো গাছ, মাটিতেই ভালো হয়। সরকার মেশোমশাই দিয়েছিলেন

নামঃ- Allamanda, Purple
বৈজ্ঞানিক নামঃ- Allamanda blanchetii      Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ-রোদের গাছ
জলের পরিমাণঃ-জল কম বেশি সবই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কাল, বর্ষা কাল
ফুলের প্রকৃতিঃ- বড় রানি রঙের
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও বড় লতা গাছ। গড়িয়া থেকে কিনেছি


নামঃ- Amaryllis Lily
বৈজ্ঞানিক নামঃ- Hippeastrum hybrid      Family: Amaryllidaceae (Nargis family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম জল
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা সিকিম থেকে এনেছিলাম

নামঃ- Amaryllis Lily double
বৈজ্ঞানিক নামঃ-Hippeastrum Family: Amaryllidaceae / Liliaceae Amaryllis
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ-শীতের শেষ থেকে
ফুলের প্রকৃতিঃ- বড় ডাবল ফুল, সুগন্ধি
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি





নামঃ- ArcticSnow, Milky way, Snowflake,  Sanskrit: Kutajah
বৈজ্ঞানিক নামঃ- Wrightia antidysenterica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- পুরো রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের রং:- সাদা
চারা তৈরিঃ- কিভাব চারা তৈরি করা হয় ঠিক জানিনা
আরও কিছুঃ- এই গাছটা প্রথমে বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। আবার আইভি দিল-বর্ষার গাছের মেলারথতলা থেকে

নামঃ- Arrowhead"Aztec", Giant Arrowhead, Tropical Arrowhead, Ruby-Eyed Arrowhead
বৈজ্ঞানিক নামঃ- Sagittaria montevidensis    Family: Alismataceae (Water Plantain family)
আলো-ছায়াঃ- রোদ/ছায়া সবই সইতে পারে
জলের পরিমাণঃ- কম জলের গাছ। Bog Plants.
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল ফোটে। সাদা ফুল, মাঝে হলুদের মধ্যে বেগুনি
চারা তৈরিঃ- কন্দ থেকে নতুন গাছ হয়
বীজ সংগ্রহঃ- দানা গাছে শুকালে তুলতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনে দিয়েছিল। আমার বড় মেঝলাতে আছে

নামঃ- Australian Gold Vine
বৈজ্ঞানিক নামঃ- Tristellateia australasiae    Family: Malpighiaceae (Barabados cherry family
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়।খুব উজ্জ্বল হলুদ রঙ
চারা তৈরিঃ-ডাল থেকে
বীজ সংগ্রহঃ-আমার গাছে দানা হয়নি
আরও কিছুঃ-এটা এনেছিলাম গড়িয়া থেকে। টবে হয় এটা। বাড়তে দিলে বড় হয়, নয়তো টবেও করা যায়

নামঃ-Azalea
বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
বৈজ্ঞানিক নামঃ- Rhododendron indicum      Family: Ericaceae (Rhododendron family)
আলো-ছায়াঃ- আমাদের এখানে হাল্কা ছায়াতেই রাখা ভালো।
জলের পরিমাণঃ- জল বেশি হলে, গাছ নষ্ট হয়ে যাবে।
ফুল ফোটার সময়ঃ-বসন্ত।
ফুলের রং:-নানা রং এর হয়। আমারটাতে গোলাপি-রানি রং ছিল
চারা তৈরিঃ- ডাল কেটে চারা হয়, তবে আমি করতে পারিনি
আরও কিছুঃ- এই গাছটা আর নেই। বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। এটা মূলত শীতের দেশের   গাছ

নামঃ- Black-Eyed Susan Vine
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia alata      Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল হলুদ রঙের ফুল, মাঝে খুব গাঢ় বেগুনি, কালোই মনে হয়
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে
আরও কিছুঃ- এটা গড়িয়াহাট থেকে এনেছি। খুব নরম লতা। টবে করা যায়। খুব দইয়ে পোকা হয়, Aphid  আক্রান্ত হয়। নজর রাখতে হয়। তাই, এই গাছ থেকে বীজ ধরে রাখতে হবে, অবশ্যই


নামঃ- Bleeding Heart
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ফুলের ভিতর থেকে লাল রঙের শিশটা আর একটা ফুলের মতো বেরিয়ে আসে, খুব সুন্দর
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা মা দিয়েছেন। টবে হয়

নামঃ- BlueDaze, Brazilian dwarf morning-glory, Hawaiian Blue Eyes
বৈজ্ঞানিক নামঃ- Evolvulus glomeratus 'Blue Daze'    Family: Convolvulaceae (morning glory family)
আলো-ছায়াঃ-ছায়ার গাছ
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা
ফুলের রং:- হালকা নীল
চারা তৈরিঃ- নরম ডাল থেকে
আরও কিছুঃ- এটা রশ্মি এনে দিয়েছিল


নামঃ- Blue Sage, Eranthemum
বৈজ্ঞানিক নামঃ- Eranthemum pulchellum
আলো-ছায়াঃ- রোদ-ছায়া দুটোই সইতে পারে
জলের পরিমাণঃ- বেশি জল সইতে পারেনা
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষ থেকে
ফুলের রঙ:- ঘন নীল
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল। গাছটার তেমন শোভা না থাকলেও ফুলের রংটি খুব সুন্দর। এমন ঘন নীল রং কমই দেখা যায়।

নামঃ- Bougainvillea, Lesser Bougainvillea, কাগজ ফুল
বৈজ্ঞানিক নামঃ-  Bougainvillea glabra       Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- নানা রকমের রঙ হয়। আমার কাছেও আছে, মঞ্জরি করে ফুল হয়, আলাদা আলাদাও হয়। আমার লাল, সাদা, লাল-হলুদ, হলুদ রঙের ফুলের গাছ আছে
চারা তৈরিঃ- ডাল খেকে
আরও কিছুঃ- এইগুলো এনেছি মুচিশা, বৈঠকখানা বাজার, সুখেন্দু মেসোমশাই এর থেকে। টবে বনসাই করে বা মাটিতে দু-ভাবেই করা যায়

নামঃ- Bower Vine
বৈজ্ঞানিক নামঃ- Pandorea jasminoides    Family: Bignoniaceae (Bignonia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি। সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- জিয়ারুল দিয়েছে। টবে করা যায়


নামঃ-Brazilian Bachelor's Button, Brazilian Button Flower
বৈজ্ঞানিক নামঃ- Centratherum punctatum    Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ। (net – বলেছে রোদে রাখতে, আমি দেখেছি বেশি রোদ সইতে পারেনা।)
জলের পরিমাণঃ- জল রোজ দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি রঙ। সুগন্ধি
চারা তৈরিঃ- দানা থেকে চারা হয়।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল

নামঃ- Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flowerদোলন চাঁপা

বৈজ্ঞানিক নামঃ- Hedychium coronarium      Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- হালকা ছায়া।
জলের পরিমাণঃ-- কম জল।
ফুল ফোটার সময়ঃ- গরমের শেষ।
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা কাজলদি দিয়েছে।



নামঃ- Chinese box , কামিনী
বৈজ্ঞানিক নামঃ- Murraya paniculata    Family: Rutaceae (citrus family)
আলো-ছায়াঃ- পুরো রোদেই ভালো হয়
জলের পরিমাণঃ- জল বেশি/কম দুইই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কাল, বর্ষা কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা, খুবই সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে হয়।
বীজ সংগ্রহঃ- ডিম্বাকৃতি ফল হয়, তাতে বীজ থাকে
আরও কিছুঃ- খুব প্রিয় ফুল আমার। মা এই গাছটা দিয়েছেন। হাল্কা বাতাসে, বা নাড়া খেলে ফুল ঝরে যায়, তাই এই ফুল চুরি যায় না

নামঃ- Clematis flammula
বৈজ্ঞানিক নামঃ- Clematis recta     Family: Ranunculaceae (Buttercup family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি। বেশি জল সইতে পারেনা
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ছোট ফুল। সুগন্ধি
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে
আরও কিছুঃ- এটা এনেছি শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে। এই গাছটি সাবধানে ধরতে হবে। এটা বিষাক্ত। ফুল শেষ হলে ডাল ছাটতে হবে। টবেও করা যায়

নামঃ- Climbing Oleander, Rose Allamanda
বৈজ্ঞানিক নামঃ- Strophanthus gratus    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝা্রি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। হালকা বেগুনি, পাপড়ির পিছন দিকে মেরুন রঙ, ফুলের ভিতর থেকে খুব সুন্দর শিশ হয়। পরে সেটা অন্য রঙের হয়। সুগন্ধি
চারা তৈরিঃ-
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি

নামঃ- Clove scented echites,  Malati ,মালতী লতা
বৈজ্ঞানিক নামঃ- Aganosma dichotoma  Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল কম বেশি সইতে পারে
ফুল ফোটার সময়ঃ-গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা; গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি। এটা বড় গাছ, মাটিতে হয়। আমার মেহগনি গাছে লতিয়ে আছে


নামঃ-  মাদার গাছ,Corky Coral Tree, Indian Coral Tree
বৈজ্ঞানিক নামঃ- Erythrina stricta var. suberosa   Family: Fabaceae (Pea family) 
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়, লাল রঙের। বাঁকানো গুচ্ছ করে ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- বড় গাছ, তবে বনসাই করা যায়, টবেও ফুল আসে। পাতাও খুব সুন্দর- Heart shape- হলুদ-সবুজ রঙের। এই গাছটা শিয়ালদহ থেকে দিবাকরের কাছ থেকে এনেছিলাম।

নামঃ- Crape jasmineCrape jasmine Carnation of India, Chandni (Hindi), ডবল টগর
বৈজ্ঞানিক নামঃ- Tabernaemontana divaricata 'Flore Pleno'    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম-বেশি দুইই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- প্রজাপতি আসে অনেক। এটাও মা দিয়েছেন


নামঃ- Dtura- Devil'sTrumpet, Horn of plenty; downy thorn apple হলুদ ধুতরো
বৈজ্ঞানিক নামঃ- Datura metel   Family: Solanaceae
আলো-ছায়াঃ- রোদ/ছায়া দুই- সইতে পারে
জলের পরিমাণঃবেশি জল সইতে পারেনা
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- হালকা হলুদ রঙ। রাতে সুগন্ধ ছড়ায়
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- দানা গাছে পেকে গেলে, ছড়িয়ে দিতে হবে। বেশিদিন দানা ভালো থাকেনা। দানা বিষাক্ত
আরও কিছুঃ- এই গাছটা Horticulture, Alipur থেকে আনি প্রথমে। সেটা চলে যাওয়ায় জিয়ারুল আবার আমাকে দেয়।এই গাছটি খুব সুন্দর হলেও অন্য ধুতরো ফুলের মত এটাও বিষাক্ত। তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে।
 
নামঃ- Datura PeachAngel's Trumpet, Salmon Angel's Trumpet গোলাপী ধুতরো
বৈজ্ঞানিক নামঃ- Brugmansia versicolor    Family: Solanaceae
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ- বেশি নয়
ফুল ফোটার সময়ঃ- শীতের থেকে গরমের শুরু।
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি, বড়, সুগন্ধি ফুল
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ- দানা গাছে পেকে গেলে ছড়িয়ে দিতে হবে। বেশিদিন দানা ভালো থাকেনা। দানা বিষাক্ত
আরও কিছুঃ- এই গাছটি আমি পাই-সিকিম রাবাংলা-তে। কিসু দিয়েছিল। চারা তুলতে ওকে বেশ কসরত করতে হয়েছিল। এই গাছটি খুব সুন্দর হলেও অন্য ধুতরো ফুলের মত এটাও বিষাক্ত। তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে

নামঃ- DombeyaWallichi, Tropical Hydrangea , শতদল পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Dombeya Spectabilis Family: Malvaceae (Mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল বেশি হলে গাছের ক্ষতি হবে
ফুল ফোটার সময়ঃ- শরৎ-এর শেষে
ফুলের প্রকৃতিঃ- হালকা গোলাপি প্রায় সাদা, গোছ করে ফুল হয়। সুগন্ধি। প্রচুর প্রজাপতি আসে
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- ফুল শেষ হয়ে গেলে ডাল কেটে দেওয়া ভাল। এই গাছটা সুখেন্দু মেসোমশাই দিয়েছেন


নামঃ- Glory Lily, অগ্নিশিখা, বিশালাঙ্গুলি, উলটচণ্ডাল
বৈজ্ঞানিক নামঃ- Gloriosa superba  Family: Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- একটু ছায়া থাকলে ভালো হয়।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- অন্যরকম দেখতে- পাপড়ি যেন উলটে থাকে উপর দিকে- আগুনের মত রঙ।
চারা তৈরিঃং।কন্দ থেকে
বীজ সংগ্রহঃ- বীজ হয়, কিন্তু এ থেকে চারা তৈরী করিনি।
আরও কিছুঃ- জিয়ারুল এনে দিয়েছিল গাছটা।

No comments: