Navigation

Thursday, November 14, 2013

শীতের ফুলের প্রস্তুতি

আজ মাটিতে সার দিয়ে, কোপানো হল। ডালিয়ার চারা লাগানো হলো।






Dahlia flower



 অষ্ট্রেলিয়ান জবা এনেছিলাম -শিখরপুর থেকে, সেগুলো টবে বসানো হলো।

Australian Hibiscus

 Lilium গুলোও বড় টবে দেওয়া হলো। ভালো লাগছে, শীত আসছে- ফুলে ফুলে ভরে উঠবে আমার বাগান।

Sunday, November 10, 2013

শীতের ফুলের শুরু...

আজ বাগানে চুন দেওয়া হল।
জিয়ারুল আমাকে ভাইফোঁটায় অনেক গুলো Impatiens দিয়েছে।
 সেগুলো ফুল দিচ্ছে। বড় চারা। 



 চন্দ্রমল্লিকা গুলো একটু বড় হয়েছে।



Chandramollika

আজ ভাই আমাকে শিখরপুর নিয়ে গিয়েছিল, অনেক গুলো গোলাপ এনেছি।
তিনটে Lilium ও এনেছি। এই ফুল টা আমি আগে করিনি, দেখি কি হয় !