Navigation

Flowers : E- H

নামঃ- Football Lily, Blood Lily,  Powderpuff Lily,  বল লিলি
বৈজ্ঞানিক নামঃ- Scadoxus multiflorus ssp. multiflorus   Family: Amaryllidaceae (Nargis family) Synonyms: Haemanthus multiflorus
আলো-ছায়াঃ- আলো/ ছায়া দুটোই সইতে পারে
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ- বসন্ত
ফুলের প্রকৃতিঃ-বলের মতো দেখতে, লাল রঙের হয়
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা মা দিয়েছেন। পাতা ঝরে যায়, মাটি ফুড়ে হঠাৎ বেরিয়ে ফুল দেয়, খুব মজা লাগে


নামঃ- Four O'clock, Beauty-of-the-night সন্ধ্যা মালতী
বৈজ্ঞানিক নামঃ- Mirabilis jalapa 
 Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- হালকা রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গরম কাল
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়। আমার কাছে এখন আছে রানি রঙের। সন্ধ্যাতে ফোটে, সুগন্ধি
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- ফুল শুকিয়ে গেলে তার নিচে দানা হয়। দানা ভাল করে রোদে শুকিয়ে নিতে হয়
আরও কিছুঃ- এই চারাগুলো, জিয়ারুল দিয়েছে। আইভি আর আমি মিলে যাদবপুর থেকেও এনেছি

নামঃ- Fragrant Panama rose, Sweet Smelling Rondeletia
বৈজ্ঞানিক নামঃ- Rondeletia odorata    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গরম কাল
ফুলের প্রকৃতিঃ- গোছ করে ফুল হয়। ফুলে কোনও সুগন্ধ নেই। কেন সুগন্ধি বলে ঠিক জানিনা
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা গড়িয়া থেকে এনেছি। মাটিতে ভাল হয়

নামঃ- Gaping Dutchman's Pipe, pipe vine , ঘুঘু লতা
বৈজ্ঞানিক নামঃ- Aristolochia ringens    Family: Aristolochiaceae (Birthwort family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল কম বেশি সইতে পারে
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- এই ফুলটা দেখতে অদ্ভুত হয়। অনেকটা Pipe এর মতো, বা ঘুঘু পাখির বাচ্চার মতো। বাদামি ছিট ছিট, তাই ঘুঘু পাখি এই ফুলটা খুব ঠোকরায়। খুব মজার লাগে
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়, বা দানা থেকে হয়।
বীজ সংগ্রহঃ- এর দানাগুলো দেখতে বেশ অন্যরকম- Heart shape এর, যেখানে দানা থাকে, সেটা দেখতে Shopping  bag এর মতো। এর ভিতর দানাগুলো পর পর থাকে থাকে সাজানো থাকে।
আরও কিছুঃ- এই গাছটা সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। এটা বড় লতা, মাটিতে হয়

নামঃ- Gardenia, Cape jasmine গন্ধরাজ
বৈজ্ঞানিক নামঃ- Gardenia jasminoides    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি, রাতে ফোটে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- খুব সুগন্ধি ফুলের গাছ। কোথা থেকে এনেছিলাম মনে নেই। হয়ত মেলা থেকে

নামঃ- Gardenia- Golden, Malaysian Tree Gardenia, Kedah Gardeni , হলুদ গন্ধরাজ
বৈজ্ঞানিক নামঃ- Gardenia carinata  FAMILY : Rubiaceae (coffee family)

আলো-ছায়াঃ- হালকা রোদ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গরম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- লম্বা ফুল। হালকা হলুদ, পরে কমলা রঙের হয়। সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- বৈঠকখানা বাজার থেকে এনেছি
 
নামঃ- Gerbera daisy, Transvaal daisy, Barberton daisy daisy
বৈজ্ঞানিক নামঃ- Gerbera jamesonii      Family: Asteraceae (Sunflower family)
শ্রেণিঃ- Tender Perennials
আলো-ছায়াঃ- হালকা রোদ- স্বচ্ছ ছাউনির তলায় রাখলে ভাল হয়
জলের পরিমাণঃ- কম জল
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফুল হয়
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, নানা রঙের হয়
চারা তৈরিঃ- গুচ্ছমূল থেকে নতুন চারা আলাদা করা হয়। দোকান থেকে কেনা চারার বড় পাতাগুলি কেটে তবে মাটিতে বসাতে হয়। টবে করাই ভাল। গুল খুব শক্ত হলে সেটা জলে ধুয়ে নিতে হবে
আরও কিছুঃ- এবারের বৃষ্টিতে আমার Gerbera গুলো আর নেই। নতুন একটা পেয়েছি। কি রঙ জানিনা। নোয়াপাড়ার মেশোমসাই দিয়েছেন

নামঃ- Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night,  শিউলি
বৈজ্ঞানিক নামঃ- Nyctanthes arbortristis    Family: Oleaceae (Jasmine family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি। জল বেশি হলে গাছের ক্ষতি হয়
ফুল ফোটার সময়ঃ- শরৎ কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা-কমলা বোঁটার নরম ফুল। অপূর্ব সুবাস। রাতে ফুটে সকালে ঝরে যায়, তাই Tree of Sorrow বলে, শিউলির গন্ধে সকালে মনটা ভরে যায়
চারা তৈরিঃ- দানা থেকে হয়। পাশ ছেড়েও হয়
বীজ সংগ্রহঃ- শক্ত খোলার ভিতর দানা থাকে
আরও কিছুঃ- খুব প্রিয় গাছ আমার। এখানে খুব জল হয় বলে, গাছটা প্রতিবারই যাই যাই করে, আমার মায়াতেই মনে হয় থেকে যায়। সুখেন্দু মেশোমসাই দিয়েছেন

নামঃ- Hibiscus,  জবা
বৈজ্ঞানিক নামঃ- Hibiscus rosa-sinensis     Family: Malvaceae (mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের ফুল হয় আমার কাছেও অনেক রকম জবা আছে
চারা তৈরিঃ- কলম করে বা ডাল থেকে
আরও কিছুঃ- এক দিনের ফুল। সকালে ফুটে বিকালে বুজে যায়। গন্ধ নেই। দেখতে সুন্দর। নানা জায়গা থেকে সংগ্রহ করা

নামঃ- Hidden Ginger Lily
বৈজ্ঞানিক নামঃ- Curcuma angustifolia    Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ-- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- লম্বা ডাটির পাস ঘিরে ফুলের পাপড়ি থাকে, বেশ অন্যরকম। তার ভিতর থেকে হলুদ আর একটা পাপড়ি বেরোয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এই গাছটা গ্যাংটকের রাস্তা থেকে এনেছিলাম

No comments: