Navigation

Monday, December 22, 2014

শীতের ফুল - 2014/15 Winter Annuals in Bengal

সবুজ চন্দ্রমল্লিকা
এই বছর শীতের ফুলের জন্য মাটি তৈরী করার সময় মাটি ভাল করে কুপিয়ে তাতে চুন ছড়িয়ে দেওয়া হয়েছে। চুন দিয়ে এক সপ্তাহ রাখার পর - তাতে জৈব সার ছড়িয়ে দিয়েছি। সার দু-চার দিন রাখার পর আবার ভাল করে মাটি কুপিয়ে নেওয়া হয়েছে।
এবার চারা এসেছে সব 1ইঞ্চি pot এ । তাই বালিতে না রেখে বেশীরভাগ চারা একবারেই মাটিতে বসে গিয়েছে।
ফুল ও এসেছে তাই অনেক আগে।
এবার বেজিতে চারা না তুলে দিলেও , পাখিতে খুব ক্ষতি করছে। ফুল কেটে দিচ্ছে- পাতা কাটছে - নানা উপদ্রব।


যে যে গাছে এখন পর্যন্ত শীতের মরশুমী ফুল এসেছে-




Chrysanthemum-

এই চারা গুলো জিয়ারুল আমাকে দিয়েছে "রাখি" তে । খুব সুন্দর সব রঙ এসেছে। একটা সবুজ চন্দ্রমল্লিকাও আছে।  এবার বড় চন্দ্রমল্লিকাও লাগিয়েছি। ফুল আসতে সুরু করেছে।










 Dog flowers, Snapdragon-

 সবে ফুল আসছে।



















 Gazania- 

ফুল ফুটতে আরম্ভ করেছে। তবে ছুটি থাকলে তবেই এই ফুলটা দেখতে পাই, এ পাপড়ি মেলে ধরে বেলা 10টা তে আর বুজে যায় বেলা 3 টে তে।











 Marigold, Inka- 

 এবার বড় চারা আসাতে ভয় ছিল- ফুল বুঝি বড়  হবেনা- কিন্তু ফুল ভালই হয়েছে।













 Impatiens- 

 এই গাছও জিয়ারুল আমাকে "ভাইফোঁটাতে" দিয়েছে।  ভারি সুন্দর সব রঙ এসেছে। কিন্তু পাখিতে ফুল নষ্ট  করছে অনেক।













 Pansy- 

 ভাল রঙ এসেছে- প্রজাপতি ভেবে পাখি ফুল কাটছে খুব।
 :(












 Sweet William-

 ভাল রঙ হয়েছে। সব গুলোই আলাদা আলাদা রঙের। 


















 Verbena- 

 অনেক রঙ এসেছে।











শীতের মরশুমী ফুল ছাড়াও আর যা যা ফুল ফুটেছে-




 Bromeliad- 

 গ্যালিফ স্ট্রীট থেকে এনেছিলাম- ফুল সহ।



















 Hibiscus- 

 জবা, অনেক রকম ফুটেছে। অস্ট্রেলিয়ান জবাও ফুটেছে এবার।


















 Orchid Catteleya- 

 গড়িয়াহাট থেকে এনেছিলাম গাছটা। ফুল এসেছে।













 Rose- 

 গতবাররের মত না হলেও , কিছু ফুল ফুটেছে।



















 Tuberose- 

 ডবল রজনীগন্ধা- ভারি সুন্দর হয়েছে।