Navigation

Vines





নামঃ- Allamanda, Golden Trumpet Vine
বৈজ্ঞানিক নামঃ- Allamanda cathartica      Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল কম বেশি সবই সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ-গরম কাল, বর্ষা কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় হলুদ রঙ।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এই গাছটা অনেক রকমের হয়, বড় লতানো গাছ, মাটিতেই ভালো হয়। সরকার মেশোমশাই দিয়েছিলেন।


নামঃ- Allamanda, Purple
বৈজ্ঞানিক নামঃ- Allamanda blanchetii      Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ-রোদের গাছ।
জলের পরিমাণঃ-জল কম বেশি সবই সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গরম কাল, বর্ষা কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় রানি রঙের।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এটাও বড় লতা গাছ। গড়িয়া থেকে কিনেছি।


নামঃ- Australian Gold Vine
বৈজ্ঞানিক নামঃ- Tristellateia australasiae    Family: Malpighiaceae (Barabados cherry family
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়।খুব উজ্জ্বল হলুদ রঙ।
চারা তৈরিঃ-ডাল থেকে।
বীজ সংগ্রহঃ-আমার গাছে দানা হয়নি।
আরও কিছুঃ-এটা এনেছিলাম গড়িয়া থেকে। টবে হয় এটা। বাড়তে দিলে বড় হয়, নয়তো টবেও করা যায়।

নামঃ- Black-Eyed Susan Vine
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia alata      Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল হলুদ রঙের ফুল, মাঝে খুব গাঢ় বেগুনি, কালোই মনে হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে।
আরও কিছুঃ- এটা গড়িয়াহাট থেকে এনেছি। খুব নরম লতা। টবে করা যায়। খুব দইয়ে পোকা হয়, Aphid  আক্রান্ত হয়। নজর রাখতে হয়। তাই, এই গাছ থেকে বীজ ধরে রাখতে হবে, অবশ্যই।


নামঃ- Bleeding Heart
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ফুলের ভিতর থেকে লাল রঙের শিশটা আর একটা ফুলের মতো বেরিয়ে আসে, খুব সুন্দর।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এই গাছটা মা দিয়েছেন। টবে হয়।


নামঃ- Bougainvillea, Lesser Bougainvillea, কাগজ ফুল।
বৈজ্ঞানিক নামঃ-  Bougainvillea glabra       Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ-সারা বছরই ফোটে।
ফুলের প্রকৃতিঃ- নানা রকমের রঙ হয়। আমার কাছেও আছে, মঞ্জরি করে ফুল হয়, আলাদা আলাদাও হয়। আমার লাল, সাদা, লাল-হলুদ, হলুদ রঙের ফুলের গাছ আছে।
চারা তৈরিঃ- ডাল খেকে।
আরও কিছুঃ- এইগুলো এনেছি মুচিশা, বৈঠকখানা বাজার, সুখেন্দু মেসোমশাই এর থেকে। টবে বনসাই করে বা মাটিতে দু-ভাবেই করা যায়।



নামঃ- Bower Vine
বৈজ্ঞানিক নামঃ- Pandorea jasminoides    Family: Bignoniaceae (Bignonia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- হালকা বেগুনি। সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল দিয়েছে। টবে করা যায়।

নামঃ- Clematis flammula
বৈজ্ঞানিক নামঃ- Clematis recta     Family: Ranunculaceae (Buttercup family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি। বেশি জল সইতে পারেনা।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ছোট ফুল। সুগন্ধি।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে।
আরও কিছুঃ- এটা এনেছি শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে। এই গাছটি সাবধানে ধরতে হবে। এটা বিষাক্ত। ফুল শেষ হলে ডাল ছাটতে হবে। টবেও করা যায়।


নামঃ- Climbing Oleander, Rose Allamanda
বৈজ্ঞানিক নামঃ- Strophanthus gratus    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝা্রি।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। হালকা বেগুনি, পাপড়ির পিছন দিকে মেরুন রঙ, ফুলের ভিতর থেকে খুব সুন্দর শিশ হয়। পরে সেটা অন্য রঙের হয়। সুগন্ধি।
চারা তৈরিঃ-
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি।


নামঃ- Clove scented echites,  Malati ,মালতী লতা
বৈজ্ঞানিক নামঃ- Aganosma dichotoma  Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল কম বেশি সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ-গ্রীষ্ম কাল।
ফুলের প্রকৃতিঃ- সাদা; গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি। এটা বড় গাছ, মাটিতে হয়। আমার মেহগনি গাছে লতিয়ে আছে।

নামঃ- Gaping Dutchman's Pipe, pipe vine , ঘুঘু লতা।
বৈজ্ঞানিক নামঃ- Aristolochia ringens    Family: Aristolochiaceae (Birthwort family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল কম বেশি সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- এই ফুলটা দেখতে অদ্ভুত হয়। অনেকটা Pipe এর মতো, বা ঘুঘু পাখির বাচ্চার মতো। বাদামি ছিট ছিট, তাই ঘুঘু পাখি এই ফুলটা খুব ঠোকরায়। খুব মজার লাগে।
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়, বা দানা থেকে হয়।
বীজ সংগ্রহঃ- এর দানাগুলো দেখতে বেশ অন্যরকম- Heart shape এর, যেখানে দানা থাকে, সেটা দেখতে Shopping  bag এর মতো। এর ভিতর দানাগুলো পর পর থাকে থাকে সাজানো থাকে।
আরও কিছুঃ- এই গাছটা সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। এটা বড় লতা, মাটিতে হয়।


নামঃ- Glory Lily, অগ্নিশিখা, বিশালাঙ্গুলি, উলটচণ্ডাল
বৈজ্ঞানিক নামঃ- Gloriosa superba  Family: Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- একটু ছায়া থাকলে ভালো হয়।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- অন্যরকম দেখতে- পাপড়ি যেন উলটে থাকে উপর দিকে- আগুনের মত রঙ।
চারা তৈরিঃং।কন্দ থেকে
বীজ সংগ্রহঃ- বীজ হয়, কিন্তু এ থেকে চারা তৈরী করিনি।
আরও কিছুঃ- এই গাছটা Lily family র হলেও লতানো গাছ। জিয়ারুল এনে দিয়েছিল গাছটা।

বৈজ্ঞানিক নামঃ- Lonicera japonica    Family: Caprifoliaceae (honeysuckle family)
আলো-ছায়াঃ- রোদের গাছ। ছায়ায় ভাল হয় না।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে, প্রথমে সাদা - পরে ঘিয়া রঙের ফুল হয়। খুব সুগন্ধি।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা।

নামঃ- Laurel Clock Vine, laurel-leaved clockvine, laurel-leaved thunbergia, purple allamanda
বৈজ্ঞানিক নামঃ-Thunbergia laurifolia    Family: Acanthaceae (Barleria family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- গাছ একবার ভালোভাবে বসে গেলে, জল কম দিতে হবে।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড়। নীল রঙের।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা গড়িয়া থেকে এনেছিলাম। এই গাছ খুব দ্রুত বাড়ে, তাই সবসময় ডাল ছাটতে হবে।



নামঃ- Mandevilla sanderi
বৈজ্ঞানিক নামঃ- Family: Apocynaceae Genus: Mandevilla  Species: sanderi Cultivar: Alba
Height:8-10 ft. (2.4-3 m)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- বেশি জল সহ্য করতে পারেনা। শিকড় পচে যেতে পারে।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত থেকে গরমের শুরু।
ফুলের প্রকৃতিঃ- সাদা, অন্য রঙেরও হয়। আমারটা সাদা, মাঝে হালকা হলুদ।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে।
আরও কিছুঃ- গাছ ভরে ফুল হয়। সুগন্ধি। টবে করাই ভাল।
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি।

নামঃ- Mexican Flame Vine, Orange Glow Vine
বৈজ্ঞানিক নামঃ- Senecio confusus     Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল কম বেশি সহ্য করতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল।
ফুলের প্রকৃতিঃ- উজ্জ্বল কমলা রঙের।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- দানা গাছে শুকিয়ে, সরাসরি মাটিতে পুঁততে হয়।
আরও কিছুঃ- এই গাছটা মমতা দিয়েছে। বড় লতা হলেও এটা টবে হয়। এই ফুলে প্রজাপতি আসে।

নামঃ- Parrot's Beak, Hedgehog
বৈজ্ঞানিক নামঃ- Gmelina philippensis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে, হলুদ রঙের ফুল।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা।

নামঃ- Purple passion flower, Apricot vine , ঝুমকো লতা
বৈজ্ঞানিক নামঃ- Passiflora incarnata    Family: Passifloraceae (passion flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড় নীল ফুল। তীব্র সুগন্ধ।
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়।
আরও কিছুঃ- এটা অম্বার বাবা দিয়েছিলেন।

নামঃ- Purple Wreath, Queen's Wreath, Sandpaper Vine, নীলমনি লতা।
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- দুই-ই সইতে পারে।
জলের পরিমাণঃ- জল কম।
ফুল ফোটার সময়ঃ- শীতের সময়।
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে নীল ফুল হয়।
চারা তৈরিঃ- ডাল থেকে।
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা। অনেক প্রজাপতি আসে।

নামঃ- Rangoon Creeper, মাধবী লতা
বৈজ্ঞানিক নামঃ- Quisqualis indica    Family: Combretaceae (Rangoon creeper family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ-কষ্ট সহ্য করতে পারে। জল কম বেশিতে সমস্যা হয় না।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি।
চারা তৈরিঃ- পাশ ছেড়ে হয়।
আরও কিছুঃ- এই গাছটা কিভাবে পেয়েছিলাম মনে নেই। বড় লতা। মাটিতে হয়। একটা Hybrid বেরিয়েছে, সেটা টবে হয়।

নামঃ- Sweet Clock-Vine, White Lady
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia fragrans     Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম-বেশি দুই-ই সইতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গরম কালে বেশী হয়।
ফুলের প্রকৃতিঃ-সাদা রঙ।
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- ফুল পুরো শুকিয়ে গেলে সংগ্রহ করতে হয়।
আরও কিছুঃ-এই গাছটা কাজলদি দিয়েছে। টবে হয়।


নামঃ- Trumpet Creeper, Trumpet Vine
বৈজ্ঞানিক নামঃ- Campsis radicans   Family: Bignoniaceae(Jacaranda family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জলের কম বেশী সহ্য করতে পারে।
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল- থেকে শীতের শুরু পর্যন্ত।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল গোছ করে হয়। কমলা রঙের ফুল। প্রজাপতি, পাখি, মৌমাছি    আসে- ফুলের শোভায়।
চারা তৈরিঃ- পাস ছেড়ে অনেক চারা হয়।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- বড় লতা, কোনো শক্ত অবলম্বন না পেলে ভাল হয় না। এই গাছটা পেয়েছিলাম আমার জেঠি বন্দনা ঘোষের থেকে।




No comments: