Navigation

Monday, December 30, 2013

First Winter Bloom 2013

আমার বাগানের শীতের ফুলের প্রথম হাসিটুকু তোমাদের দিলাম। এবার আবহাওয়া খুব খামখেয়ালি, শীত তো তেমন নেই, বৃষ্টিও হয়েছে-আগে অনেক। ফলে সেভাবে শীতের গাছ তার পছন্দের পরিবেশ পাইনি, ফুল তাই এবার খুব ভাল হবেনা। তাও ওরা আমাকে ভালবাসে খুব। নতুন ফুলে সেজে উঠছে আমার বাগান। তোমাদের দিলাম, সেই রেশটুকু।

...

Friday, December 27, 2013

প্রথম আলো

আজ Lilium ফুটেছে। সকালের নরম আলো, ফুলের ওপর এসে পড়েছে। জানলা খুলতেই সে বলল -সুপ্রভাত !
আজ বড় সুন্দর দিন। ভালো লাগছে খুব। 
গত শুক্রবার খুব একটা অদ্ভুত বা মজার ব্যাপার হয়েছে।
এই সকাল আটটা নাগাদ , বাগানে শুনলাম খুব পাখির কিচিমিচি। আমি বেরিয়ে দেখলাম, অনেক কাক মিলে খুব ডাকাডাকি করছে। উড়ে বেড়াছে না না ডালে, ভাবলাম ওদের মিটিং বসেছে, কিন্তু মজাটা হল, শুধু কাক নয়, আরও সব পাখি, বুলবুলি, দোয়েল, কসাই, ফিঙে সব, সব পাখি মিলে খুব ডাকাডাকি করছে। এ ডাল ও ডাল উড়ছে- কিছু বুঝতে পারলাম না। মনে হল যদি ওদের  ডাক গুলোর মানে বুঝতে পারতাম ! কিন্তু না এই অতৃপ্তি তো আমাদের সাথি। প্রকৃতির আত্মা থেকে আমরা অনেক দূরে।



...

Tuesday, December 17, 2013

শতদল পদ্মে প্রজাপতি

আকাশমনি গাছে মৌচাক

বাগানের পাশে রাস্তার ধারে আকাশমনি গাছে (নাম:-Earleaf Acacia.
বৈজ্ঞানিক নামঃ-Acacia auriculiformis) মৌমাছিরা  মৌচাক বেঁধেছে, বেশ কিছুদিন হল। আকাশমনি গাছ এ দেশি নয়। বলা হয়, এই গাছের শিকড় নাকি মাটির ভিতরে জলের স্তর নামিয়ে দেয় অনেকখানি। দ্রুত বনসৃজনের উদ্দেশে, বনদপ্তর থেকে এই গাছ লাগানো হয়েছে অনেক জায়গায়।যাই হোক আমার বাগানের পাশে, এই গাছটাতে মৌমাছিরা চাঁক বাঁধে প্রতিবার। ভাবতে ভাল লাগে, এর মধুতে হয়তো আমার বাগানের সুগন্ধ রয়েছে।

শতদল পদ্মে ফুল ফুটেছে, সেখানে অনেক প্রজাপতি আর মৌমাছি। খুব সুন্দর গন্ধ এ ফুলের, মধুও অনেক। তাই তো মৌ-লোভীদের এত আনাগোনা !





আজও বেজির ছবি তুলেছি। একাই ঘুরছিল। আমি Camera তাক করাতে, প্রথমে অবাক হয়ে আমাকে দেখল, তারপর তুরতুর করে পালাল। এবার শীতে এরা বড় বেশী দুষ্টমি করছে, গাছের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে, ছোট ছোট চারা গাছগুলো দিচ্ছে ভেঙ্গে।


আজ বুলবুলি পাখির ছবি তুলেছি। আম গাছে ছিল, পরে মেহগনি গাছে এসে বসল। খুব চঞ্চল এরা, কিছুতেই স্থির ভাবে বসেনা। তাই ছবি তুলতেই পারিনা। আজ পেরেছি। একটা ডালে বসে, অন্যটা ওড়ার তালে। মেহগনি গাছটার ডাল শীতকালে কেটে দিই। এখানে মাটির জোর কম। গাছ ছোট থাকলে, বর্ষায় পড়ে যাবেনা, আর এখন কাটলে, শুকনো পাতা পড়ে বাগান নোংরা হবেনা।

Lilium ফুটেছে আজও। কিন্তু এর অন্য ফুল গুলো ফুটলো না ! 

Tuesday, December 10, 2013

আজ Lilium ফুটেছে।




আজ Lilium ফুটেছে। ভাইয়ের সাথে শিখরপুর গিয়ে Lilium এনেছিলাম। খুব সুন্দর রঙ হয়েছে। আগুনের মতো। গতবার শীতেও রশ্মি আমাকে Lilium দিয়েছিল। আমার মনে ছিল না। ফুল দেখে মনে পড়ল। জানতাম না ফুল শেষ হলে, এর Bulb তুলে রাখতে হয়। এবার আর ভুল হবে না। আগের বারের Bulb Lily bed পুঁতে দিয়েছিলাম, তাই হয়তো হারিয়ে গেল ! খুব খারাপ লাগছে এখন। এবার এত বৃষ্টি হয়েছে, আটবার জলে ঢুবেছে বাগান !! আমারই সাবধান করে তুলে রাখা উচিত ছিল। আগের বারের Lilium এর রঙ ছিল প্রায় সবুজ

বৈঠকখানা বাজার থেকে গোলাপ আনলাম। বেশ বড় গাছ। এগুলো বড় টবে করবো। এখন Varmi compost দিয়ে বসালাম। গাছ ধরে গেলে, অন্য সার দিতে হবে। বাগানের সারের Pit থেকে অনেক মাটি তোলা হয়েছে। ওখানে আমি রান্নাঘরের সব্জির খোসা, চা-পাতা, ডিমের খোলা, পাতা, ঘাস এইসব ফেলি। একবছর অন্তর তুলে নিলে খুব ভাল সার হয়। এই মাটিদিয়েই গোলাপ গাছের টব তৈরি করা হল
শীতের ফুল যা যা লাগানো হলো............



Alyssum





Chondromollika











Cosmos












































Sweet Williams






Antirhinum আর  Gladiolus গতবার শীতে লাগানো হয়নি, এবার লাগিয়েছি
এর মধ্যে Cineraria পুরোপুরি ছায়ার গাছ। Impatiens হালকা ছায়ার গাছ। Lilum কড়া রোদ সহ্য করতে পারেনা। এছাড়া সব গাছে অনেক রোদ লাগে
Impatiens ফুটতে শুরু করে দিয়েছে
Chondromollika তে কুঁড়ি এসেছে। শীত এসেছে, কত ফুল হবে বাগানে, খুব ভাল লাগছে

Australian জবা ফুটছে