Navigation

Wednesday, January 1, 2014

শিশির কথা


শিশির কথা

সে ছিল
আকাশ আর মাটির মাঝখানে 
এক ফোঁটা রাত শিশির।
তাই যখন রোদ উঠল
সে ঘাসের বুকে নিজেকে মিশিয়ে দিল।

বাতাস মেঘ আর ঝাউ-এর 
শরীর পিছলে সকাল আসার আগে
সে তা জানেনি। 

আর তাই
রূপালি জ্যোৎস্নায়
সেই শিশিরের দেহে
ঘনিষ্ট হয়েছে সমুদ্রের ঘ্রাণ-
রূপকথা, আর জলছবি।
তাই যখন রোদ উঠল
সে ঘাসের বুকে নিজেকে মিশিয়ে দিল-

তার আগে, 
প্রথম রোদের ডানায়
সে এঁকে দিল সাতরঙ
ছটফটে চড়ুই আর দোয়েলের গান।

আকাশ আর মাটির মাঝখানে
সে ছিল একফোঁটা রাত শিশির। 

Monday, December 30, 2013

First Winter Bloom 2013

আমার বাগানের শীতের ফুলের প্রথম হাসিটুকু তোমাদের দিলাম। এবার আবহাওয়া খুব খামখেয়ালি, শীত তো তেমন নেই, বৃষ্টিও হয়েছে-আগে অনেক। ফলে সেভাবে শীতের গাছ তার পছন্দের পরিবেশ পাইনি, ফুল তাই এবার খুব ভাল হবেনা। তাও ওরা আমাকে ভালবাসে খুব। নতুন ফুলে সেজে উঠছে আমার বাগান। তোমাদের দিলাম, সেই রেশটুকু।

...