Navigation

Wednesday, July 15, 2020

 




দীর্ঘ বেশ কয়েক বছর পরে ব্লগে নতুন পোস্ট দিচ্ছি। এই সময়ের মধ্যে বাগানে পরিবর্তন হয়েছে অনেক। বাগানের একটা নতুন নাম দিয়েছি "মন-বন"। 
আমার ব্যক্তিগত উপলব্ধি ফুল -ফল সবুজ যা কিছু তা আগে আমাদের মনেই ফুটে ওঠে, পরে তা রূপ পায় বাগানে। অরূপ তার সৌন্দর্যের ডালিখানি প্রকাশ করে রূপে। 
গাছ আর সবুজের সাথে আমার  সথ্য - অনেকটা ভাষা পেয়েছে। 
নতুন অনেক দেশী, বিদেশী গাছ এসেছে। সবার কথা একবারেই বলে ওঠা যাবে না। 
রেন লিলি নিয়েই এই পোস্টে আলোচনা করছি।
বিস্তারিত তথ্য পরে আরো কিছু যোগ করবো। 

উপরের ছবি গুলি রেন লিলি বা বৃষ্টি লিলির বৈজ্ঞানিক নাম Zephyranthes.

রেন লিলির বেশ কটা রঙ এখন মন বনের সদস্য।
মাটি তৈরি- হলাকা সার যুক্ত মাটি। বাল্ব বসাতে হবে, মাটির ঠিক নীচে , বেশী গভীরে নয়। 

নামঃ- রেন লিলি বা বৃষ্টি লিলি Rain lily
বৈজ্ঞানিক নামঃ- Zephyranthes.  Family:  Amaryllis family, subfamily Amaryllidoideae native
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ-  বৃষ্টির জলেই এর ফুল ফোটে
ফুল ফোটার সময়ঃ- বর্ষা কাল
ফুলের প্রকৃতিঃ- নানা রঙ , সিঙ্গিল ও ডাবল হয়
চারা তৈরিঃ- বাল্ব থেকে, বা দানা থেকে
আরও কিছুঃ- এই হাইব্রিড জাত পেয়েছি বন্ধু কবিতা নাসরিন সৃষ্টি ও তনভীর আহমেদের থেকে।