Navigation

Sunday, March 16, 2014

গোলাপ- Rose Cultivation in India


আজ গোলাপ নিয়ে কিছু কথা বলব, কিন্তু এত কিছু গোলাপ নিয়ে বলার আছে যে একবারে সবদিক নিয়ে আলোচোনা করা সম্ভব নয়, তাই পরপর কয়েকটি POST এ বলব।
গোলাপের আদিকথা

পৃথিবির প্রচীনতম প্রিয় ফুলটির নাম- হয়তো গোলাপ। সাড়ে তিন কোটি বছর আগের ফসিলেও গোলাপকে পাওয়া গিয়েছে। এরকম অনেক ফসিল Olgocene -এ(নবজীবীয় স্তরে) পাওয়া গেছে। এগুলো রাখা আছে Colorado, North America তে।
বহু প্রচীন সভ্যতার ছবিতে আমরা গোলাপকে পাই। খৃষ্টপূর্ব আড়াই হাজার বছর আগেও চিন ও ব্যাবিলনে গোলাপের চাষ হত। প্রাচীন মিশরেও পাই গোলাপের কথা। ইজিপ্টে গোলাপ চাষ হত। রানী ক্লিওপেট্রাও ভালবাসতেন গোলাপ।
প্রাচীন ভারতীয় সাহিত্যে গোলাপের উল্লেখ নেই। গোলাপ ভারতে এসেছে মুঘলদের হাত ধরে। তাঁরাই এখানে গোলাপের চাষ সুরু করেন।
গোলাপের 200 রকম জাতি, 2000 প্রজাতি পাওয়া যায়। গোলাপের Family  name – Rosaceae  যা Plums, apples, pears, strawberries এরই সমগোত্রীয়
এখন, নানা রকম Hybrid গোলাপ পাওয়া যায়। তাদের রঙের বাহারও অনেক।  লাল, গোলাপী, হলুদ, সাদা- আর এই রঙগুলির নানা মিশেলেও পাওয়া যায় প্রায় 2000-2500 রকমের গোলাপে। এখন নতুন Hybrid গোলাপে এত বর্ণ বৈচিত্র থাকলেও সুগন্ধ প্রায় নেই। পুরোনো দামাস্কাসের গোলাপের মনকাড়া সুবাসেই গোলাপের আসল কদর।  

গোলাপের মাটি তৈরি

গোলাপ টবের মাটি ও টব-

গোলাপ চারা বসানোর জন্য 8-10 ইঞ্চি ব্যাসের টব লাগবে। পরে গাছ যেমন বড় হবে টবের মাপ বাড়াতে হবে।
বেলে বা দোঁ-আঁশ মাটি গোলাপের জন্য ভাল। না পেলে মোটা বালি কিছুটা মিশিয়ে নিতে হবে।
মাটি –     10 ভাগ
গোবর সার-  3 ভাগ
পাতাপচা সার- 3 ভাগ
মোটা বালি-   ½ ভাগ
এর সাথে –
শিং কুচি- 1 চা চামচ
হাড় গুড়ো-1 চা চামচ
মিশ্র সার- 1 মুঠি
চুন-     1 চা চামচ
এই ভাবে মাটি তৈরি করে সম্ভব হলে 1 মাস অপেক্ষা করতে হবে। যদি চারা এনেই টবে বসাতে হয়, তবে   সরষের খোল মিশ্র থেকে বাদ দিতে হবে, তার জায়গায় নিমখোল দিতে হবে। চুন ও দেওয়া যাবেনা।
এখন Cocopit বেরিয়েছে, নারকোল ছোবড়ার গুড়ো, তা দিয়েও মাটি হালকা করা যায়। অনেক গোলাপ এখন তুষের ভিতর করে দোকান থেকে আমাদের কাছে আসে, ঐ ধরনের গাছের শিকড় থেকে তুষ গুলি ঝেড়ে ফেলে মাটিতে আগে বলা অন্য মিশ্রন গুলির সাথে Cocopit মিশিয়ে দেওয়া ভাল।
টবের নিচে বড় ছিদ্র থাকতে হবে। ভাঙ্গা টবের টুকরো দিয়ে সেগুলো ডেকে দিতে হবে। কাঠ কয়লার একটা হালকা স্তর দিতে পারলে ভাল হয়।
তারপর কিছুটা মাটি ভর্তি করে চারা টবের মাঝখানে বসাতে হবে। এরপর বাকি মাটি দিয়ে টব ভরাট করতে হবে। টবের উপর ½ ইঞ্চি মতো খালি রাখতে হবে।
গাছ বসানোর পরে অবশ্যই খুব ভালো করে জল দিতে হবে।

গোলাপের Bed তৈরি-

গোলাপের Bed  এর জন্য মাটি তৈরির নিয়ম আগের মতোই, তবে Bed এর মাটি চারা বসানোর অন্তত 15-20 দিন আগে তৈরি করলে ভাল হয়। আর Bed থেকে আগাছা ইত্যদি ভাল করে তুলে ফেলতে হবে। মাটি ভাল করে কুপিয়ে তাতে চুন ও ফিরুডন ছড়িয়ে 10 দিন রেখে দিতে পারলে ভাল হয়। Bed টা বাগানের জমি থেকে কিছুটা উঁচু করতে পারলে ভাল হয়।
প্রতিটি চারাগাছের চার পাশে 2 ফুট করে জায়গা রাখতে হবে।


গোলাপের চারা বসানোর সময় যে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে- 

১।Grafting করা চারা হলে Grafting এর অংশটি অবশ্যই যেন মাটির উপর থাকে। কারন নীচের বুনো গাছটি সবসময় চেষ্টা করে সেখান থেকে ডাল-পালা ছাড়তে, সেই ডাল গুলিকে 'এলা-ডাল' বলে।
এগুলিকে ঠিক যেখান থেকে উঠছে সেখান থেকে কেটে দিতে হয়, সাবধানে, নয়ত আসল গাছটি মরে যায়। ছবিতে মাটি থেকে একটা এলা ডাল উঠতে দেখা যাচ্ছে।এই ডালগলি সাত-পাতার হয়, ছোট-ছোটো পাতা ও খুব হালকা সবুজ রঙের হয়।

২। যে চারা বসানো হচ্ছে তার 'গুল' শিকড়ের চারপাসের মাটি খুব শক্ত থাকতে হবে, নয়তো চারা নষ্ট হয়ে যেতে পারে।

৩। গাছটি বসানোর সময় তাতে যেন কোন রোগ-পোকা না থাকে।