Navigation

White - Cream



নামঃ- Arctic Snow, Milky way, Snowflake,  Sanskrit: Kutajah
বৈজ্ঞানিক নামঃ- Wrightia antidysenterica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- পুরো রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের রং:- সাদা
চারা তৈরিঃ- কিভাব চারা তৈরি করা হয় ঠিক জানিনা
আরও কিছুঃ- এই গাছটা প্রথমে বৈঠকখানা বাজার থেকে এনেছিলাম, কিন্তু রইল না। আবার আইভি দিল-বর্ষার গাছের মেলারথতলা থেকে

নামঃ- Arrowhead"Aztec", Giant Arrowhead, Tropical Arrowhead, Ruby-Eyed Arrowhead
বৈজ্ঞানিক নামঃ- Sagittaria montevidensis    Family: Alismataceae (Water Plantain family)
আলো-ছায়াঃ- রোদ/ছায়া সবই সইতে পারে
জলের পরিমাণঃ- কম জলের গাছ। Bog Plants.
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল ফোটে। সাদা ফুল, মাঝে হলুদের মধ্যে বেগুনি
চারা তৈরিঃ- কন্দ থেকে নতুন গাছ হয়
বীজ সংগ্রহঃ- দানা গাছে শুকালে তুলতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনে দিয়েছিল। আমার বড় মেঝলাতে আছে

নামঃ- Bleeding Heart
বৈজ্ঞানিক নামঃ- Petrea volubilis    Family: Verbenaceae (Verbena family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ফুলের ভিতর থেকে লাল রঙের শিশটা আর একটা ফুলের মতো বেরিয়ে আসে, খুব সুন্দর
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা মা দিয়েছেন। টবে হয়

নামঃ- Bougainvillea, Lesser Bougainvillea, কাগজ ফুল
বৈজ্ঞানিক নামঃ-  Bougainvillea glabra       Family: Nyctaginaceae (Bougainvillea family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- নানা রকমের রঙ হয়। আমার কাছেও আছে, মঞ্জরি করে ফুল হয়, আলাদা আলাদাও হয়। আমার লাল, সাদা, লাল-হলুদ, হলুদ রঙের ফুলের গাছ আছে
চারা তৈরিঃ- ডাল খেকে
আরও কিছুঃ- এইগুলো এনেছি মুচিশা, বৈঠকখানা বাজার, সুখেন্দু মেসোমশাই এর থেকে। টবে বনসাই করে বা মাটিতে দু-ভাবেই করা যায়
 
নামঃ- Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flower ,  দোলন চাঁপা
বৈজ্ঞানিক নামঃ- Hedychium coronarium      Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- হালকা ছায়া
জলের পরিমাণঃ-- কম জল
ফুল ফোটার সময়ঃ- গরমের শেষ
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা কাজলদি দিয়েছে

নামঃ- Clematis flammula
বৈজ্ঞানিক নামঃ- Clematis recta     Family: Ranunculaceae (Buttercup family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি। বেশি জল সইতে পারেনা
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম থেকে বর্ষা
ফুলের প্রকৃতিঃ- মঞ্জরি করে ফুল হয়। সাদা ছোট ফুল। সুগন্ধি
চারা তৈরিঃ- দানা থেকে।
বীজ সংগ্রহঃ- গাছে বীজ শুকিয়ে গেলে, সংগ্রহ করতে হবে
আরও কিছুঃ- এটা এনেছি শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে। এই গাছটি সাবধানে ধরতে হবে। এটা বিষাক্ত। ফুল শেষ হলে ডাল ছাটতে হবে। টবেও করা যায়

নামঃ- Clove scented echites,  Malati ,মালতী লতা
বৈজ্ঞানিক নামঃ- Aganosma dichotoma  Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- জল কম বেশি সইতে পারে
ফুল ফোটার সময়ঃ-গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা; গোছ করে প্রচুর ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি। এটা বড় গাছ, মাটিতে হয়। আমার মেহগনি গাছে লতিয়ে আছে

নামঃ- Crape jasmine, Carnation of India, Chandni (Hindi), ডবল টগর
বৈজ্ঞানিক নামঃ- Tabernaemontana divaricata 'Flore Pleno'    Family: Apocynaceae (oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম-বেশি দুইই সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- প্রজাপতি আসে অনেক। এটাও মা দিয়েছেন

নামঃ- Gardenia, Cape jasmine গন্ধরাজ
বৈজ্ঞানিক নামঃ- Gardenia jasminoides    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি, রাতে ফোটে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- খুব সুগন্ধি ফুলের গাছ। কোথা থেকে এনেছিলাম মনে নেই। হয়ত মেলা থেকে

নামঃ- Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night,  শিউলি
বৈজ্ঞানিক নামঃ- Nyctanthes arbortristis    Family: Oleaceae (Jasmine family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি। জল বেশি হলে গাছের ক্ষতি হয়
ফুল ফোটার সময়ঃ- শরৎ কাল
ফুলের প্রকৃতিঃ- সাদা-কমলা বোঁটার নরম ফুল। অপূর্ব সুবাস। রাতে ফুটে সকালে ঝরে যায়, তাই Tree of Sorrow বলে, শিউলির গন্ধে সকালে মনটা ভরে যায়
চারা তৈরিঃ- দানা থেকে হয়। পাশ ছেড়েও হয়
বীজ সংগ্রহঃ- শক্ত খোলার ভিতর দানা থাকে
আরও কিছুঃ- খুব প্রিয় গাছ আমার। এখানে খুব জল হয় বলে, গাছটা প্রতিবারই যাই যাই করে, আমার মায়াতেই মনে হয় থেকে যায়। সুখেন্দু মেশোমসাই দিয়েছেন

নামঃ- Hibiscus,  জবা
বৈজ্ঞানিক নামঃ- Hibiscus rosa-sinensis     Family: Malvaceae (mallow family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- গ্রীষ্ম কাল
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের ফুল হয়। আমার কাছেও অনেক রকম জবা আছে
চারা তৈরিঃ- কলম করে বা ডাল থেকে
আরও কিছুঃ- এক দিনের ফুল। সকালে ফুটে বিকালে বুজে যায়। গন্ধ নেই। দেখতে সুন্দর। নানা জায়গা থেকে সংগ্রহ করা

নামঃ- Japanese Honeysuckle  
বৈজ্ঞানিক নামঃ- Lonicera japonica    Family: Caprifoliaceae (honeysuckle family)
আলো-ছায়াঃ- রোদের গাছ। ছায়ায় ভাল হয় না
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে, প্রথমে সাদা - পরে ঘিয়া রঙের ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা

নামঃ- Lady of the Night
বৈজ্ঞানিক নামঃ- Brunfelsia americana    Family: Solanaceae (Potato family)
শ্রেণিঃ- ছোট গাছ
আলো-ছায়াঃ- রোদের বা অল্প ছায়ার গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- বসন্ত, সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- সাদা- পরে হাল্কা হলুদ রঙের হয়। একই গাছে তাই দু রকম ফুল দেখা যায়। খুব সুগন্ধি। রাতেই সুগন্ধ পাওয়া যায়
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটা রশ্মি দিয়েছে।রাতে জানলার পাশে এই গাছটা রাখলে ঘরে আর কোনও Room freshener লাগেনা

নামঃ- Lotus, Sacred lotus, East Indian Lotus , পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Nelumbo nucifera    Family: Nelumbonaceae (Lotus family)Synonyms: Nelumbium speciosum
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ-পদ্মের জন্য অন্তত চার ফুট গভীর চৌবাচ্চা লাগে। একফুট মাটি। মাটিতে সার না থাকাই ভাল। শেওলা কম হবে
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শুরু। শীতকালে পদ্ম ফুলের পাতা-ফুল থাকেনা।নিষ্ঠুর শিশিরপাতে পদ্মগুলি যেতেছে মরিয়া শীতের শেষে আবার নতুন পাতা হয়।
ফুলের প্রকৃতিঃ- পদ্ম এখানে সাদা আর গোলাপি হয়। আমার সাদা পদ্ম। গোলাপিতে এখনো ফুল হয়নি
চারা তৈরিঃ-
বীজ সংগ্রহঃ-ফুল শেষ হলে দানা হয়
আরও কিছুঃ-সাদা পদ্মটা পেয়েছি আমার প্রতিবেশী মাসিমার  (অমিতা বিশ্বাস)থেকে। গোলাপিটা এনেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ-মিশন থেকে

নামঃ- Mandevilla sanderi
বৈজ্ঞানিক নামঃ- Family: Apocynaceae Genus: Mandevilla  Species: sanderi Cultivar: Alba
Height:8-10 ft. (2.4-3 m)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- বেশি জল সহ্য করতে পারেনা। শিকড় পচে যেতে পারে
ফুল ফোটার সময়ঃ- বসন্ত থেকে গরমের শুরু
ফুলের প্রকৃতিঃ- সাদা, অন্য রঙেরও হয়। আমারটা সাদা, মাঝে হালকা হলুদ
চারা তৈরিঃ- নরম ডাল থেকে
আরও কিছুঃ- গাছ ভরে ফুল হয়। সুগন্ধি। টবে করাই ভাল
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা বৈঠকখানা বাজার থেকে এনেছি

নামঃ- Mountain Pomegranate, Spiny Randia, Sanskrit: Madanah
বৈজ্ঞানিক নামঃ- Catunaregam spinosa    Family: Rubiaceae (Coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- মে মাস
ফুলের প্রকৃতিঃ- প্রথমে সাদা , পরে হলুদ রঙের হয়
চারা তৈরিঃ- ঠিক জানিনা
আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে আনা

নামঃ- Plumeria pudica, White Frangipani
বৈজ্ঞানিক নামঃ- Plumeria pudica    Family: Apocynaceae (Oleander family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- সাদা রঙ। গোছ করে ফোটে
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল এনেছিল, মুচিসা থেকে

নামঃ- Rose, গোলাপ
বৈজ্ঞানিক নামঃ-Rosa    Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে
ফুল ফোটার সময়ঃ- শীত কাল
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি
আরও কিছুঃ-গোলাপ নিয়ে অনেক কিছু বলার আছে, তাই পরে নিয়ে আলাদা আলোচনা করবো

নামঃ- Shell Ginger, Light galangal, Pink porcelain lily,Punnag champa
বৈজ্ঞানিক নামঃ- Alpinia zerumbet 'Variegata'    Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- গাছ পুরনো হলে তবে ফুল হয়। May মাস।
ফুলের প্রকৃতিঃ- ফুল সাদা শঙ্খের মত দেখতে হয়, ভিতরে হলুদ রঙ হয়। সুগন্ধি। পাতা সুন্দর হলুদ-সবুজ রঙের
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- আলিপুর হর্টিকালচার (Alipur Horticulture) থেকে আমি-আইভি এনেছিলাম। বেশ কয়েক বছর পর ফুল হয়েছে

নামঃ- Sweet Clock-Vine, White Lady
বৈজ্ঞানিক নামঃ- Thunbergia fragrans     Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কম-বেশি দুই- সইতে পারে
ফুল ফোটার সময়ঃ- গরম কালে বেশী হয়
ফুলের প্রকৃতিঃ-সাদা রঙ
চারা তৈরিঃ- দানা থেকে
বীজ সংগ্রহঃ- ফুল পুরো শুকিয়ে গেলে সংগ্রহ করতে হয়
আরও কিছুঃ-এই গাছটা কাজলদি দিয়েছে। টবে হয়

No comments: