Navigation

Flowers : I-L



নামঃ- Ixora, Jungle geranium, Rugmini , রঙ্গন
বৈজ্ঞানিক নামঃ- Ixora coccinea    Family: Rubiaceae (coffee family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- কষ্টসহিষ্ণু গাছ। জল কম-বেশিতেও থাকে
ফুল ফোটার সময়ঃ- সারা বছর
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়। আমার চারটে রঙ আছে
চারা তৈরিঃ- মুল ভাগ করে। পাশও ছাড়ে। ডাল কলম করেও হয়
আরও কিছুঃ- সুন্দর রঙ হয়। আমার একটা গাছের পাতাও খুব সুন্দর। কোঁকড়ানো। নানা জায়গা থেকে আনা

নামঃ- Japanese Honeysuckle  
বৈজ্ঞানিক নামঃ- Lonicera japonica    Family: Caprifoliaceae (honeysuckle family)
আলো-ছায়াঃ- রোদের গাছ। ছায়ায় ভাল হয় না
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- গোছ করে, প্রথমে সাদা - পরে ঘিয়া রঙের ফুল হয়। খুব সুগন্ধি
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটাও সুখেন্দু মেশোমসাই দিয়েছিলেন। টবে ভাল হয়না, বড় লতা

নামঃ- Lady of the Night
বৈজ্ঞানিক নামঃ- Brunfelsia americana    Family: Solanaceae (Potato family)
শ্রেণিঃ- ছোট গাছ
আলো-ছায়াঃ- রোদের বা অল্প ছায়ার গাছ
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- বসন্ত, সারা বছরই ফোটে
ফুলের প্রকৃতিঃ- সাদা- পরে হাল্কা হলুদ রঙের হয়। একই গাছে তাই দু রকম ফুল দেখা যায়। খুব সুগন্ধি। রাতেই সুগন্ধ পাওয়া যায়
চারা তৈরিঃ- ডাল থেকে
আরও কিছুঃ- এটা রশ্মি দিয়েছে।রাতে জানলার পাশে এই গাছটা রাখলে ঘরে আর কোনও Room freshener লাগেনা



নামঃ- Lilium sp.
বৈজ্ঞানিক নামঃ- Lilium x maculatum Cv. 'Batemanniae'  Family:
Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে। নানা রঙের হয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- গত শীতে (2012) রশ্মি আমাকে দিয়েছিল। কিন্তু এর কন্দটা আমি হারিয়ে ফেলেছি। এবার এই Lilium গুলো এনেছি শিখরপুর থেকে।
 


নামঃ- Laurel Clock Vine, laurel-leaved clockvine, laurel-leaved thunbergia, purple allamanda
বৈজ্ঞানিক নামঃ-Thunbergia laurifolia    Family: Acanthaceae (Barleria family)
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ- গাছ একবার ভালোভাবে বসে গেলে, জল কম দিতে হবে
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- বড়। নীল রঙের
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ-এই গাছটা গড়িয়া থেকে এনেছিলাম। এই গাছ খুব দ্রুত বাড়ে, তাই সবসময় ডাল ছাটতে হবে

নামঃ- Lobsterclaw, Hanging heliconia
বৈজ্ঞানিক নামঃ- Heliconia rostrata    Family: Heliconiaceae (heliconia family)
আলো-ছায়াঃ- সব রকমই সইতে পারে
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ-খুব উজ্জ্বল লাল-হলুদ রঙের পাখির ঠোঁটের মতো দেখতেমোচার মতো ফুল হয়
চারা তৈরিঃ- কন্দ থেকে
আরও কিছুঃ- এটা কোথা থেকে পেয়েছি মনে নেই



নামঃ- Lotus, Sacred lotus, East Indian Lotus , পদ্ম
বৈজ্ঞানিক নামঃ- Nelumbo nucifera    Family: Nelumbonaceae (Lotus family)Synonyms: Nelumbium speciosum
আলো-ছায়াঃ- রোদের গাছ
জলের পরিমাণঃ-পদ্মের জন্য অন্তত চার ফুট গভীর চৌবাচ্চা লাগে। একফুট মাটি। মাটিতে সার না থাকাই ভাল। শেওলা কম হবে
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শুরু। শীতকালে পদ্ম ফুলের পাতা-ফুল থাকেনা।নিষ্ঠুর শিশিরপাতে পদ্মগুলি যেতেছে মরিয়া শীতের শেষে আবার নতুন পাতা হয়।
ফুলের প্রকৃতিঃ- পদ্ম এখানে সাদা আর গোলাপি হয়। আমার সাদা পদ্ম। গোলাপিতে এখনো ফুল হয়নি
চারা তৈরিঃ-
বীজ সংগ্রহঃ-ফুল শেষ হলে দানা হয়
আরও কিছুঃ- সাদা পদ্মটা পেয়েছি আমার প্রতিবেশী মাসিমার (অমিতা বিশ্বাস)থেকে। গোলাপিটা এনেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ-মিশন থেকে। গোলাপী পদ্মে এখনো ফুল আসেনি।

No comments: