Navigation

Bulbous



Bulbous Plants

নামঃ- Amaryllis Lily
বৈজ্ঞানিক নামঃ- Hippeastrum hybrid      Family: Amaryllidaceae (Nargis family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, একটা ডাটিতে চার-পাঁচটি ফুল থাকে।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা সিকিম থেকে এনেছিলাম।



নামঃ- Amaryllis Lily double
বৈজ্ঞানিক নামঃ-Hippeastrum Family: Amaryllidaceae / Liliaceae Amaryllis
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ-- কম।
ফুল ফোটার সময়ঃ-শীতের শেষ থেকে।
ফুলের প্রকৃতিঃ- বড় ডাবল ফুল, সুগন্ধি।
চারা তৈরিঃ- কন্দ থেকে।

আরও কিছুঃ- এটা বৈঠকখানা বাজার থেকে এনেছি।



নামঃ- Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flowerদোলন চাঁপা
বৈজ্ঞানিক নামঃ- Hedychium coronarium      Family: Zingiberaceae (Ginger family)
আলো-ছায়াঃ- হালকা ছায়া।
জলের পরিমাণঃ-- কম জল।
ফুল ফোটার সময়ঃ- গরমের শেষ।
ফুলের প্রকৃতিঃ- সাদা, সুগন্ধি।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা কাজলদি দিয়েছে।


নামঃ- Dutch hyacinth,Hyacinth, Roman hyacinth
বৈজ্ঞানিক নামঃ- Hyacinthus orientalis  Family: Asparagaceae (Asparagus family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ- জলে হয়। আমি টবে করেছিলাম।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল
ফুলের প্রকৃতিঃ- পাতার ভিতর থেকে মঞ্জরী করে ফুল ফোটে। অনেক রঙের হয়, আমারটা         গোলাপী ছিল।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
বীজ সংগ্রহঃ- জানিনা।

আরও কিছুঃ- এই গাছটা আইভির ভাই অভিজিত আমাকে আমেরিকা থেকে এনে দিয়েছিল।

নামঃ- Football Lily, Blood Lily,  Powderpuff Lily,  বল লিলি
বৈজ্ঞানিক নামঃ- Scadoxus multiflorus ssp. multiflorus   Family: Amaryllidaceae (Nargis family) Synonyms: Haemanthus multiflorus
আলো-ছায়াঃ- আলো/ ছায়া দুটোই সইতে পারে।
জলের পরিমাণঃ-- কম।
ফুল ফোটার সময়ঃ- বসন্ত।
ফুলের প্রকৃতিঃ-বলের মতো দেখতে, লাল রঙের হয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা মা দিয়েছেন। পাতা ঝরে যায়, মাটি ফুড়ে হঠাৎ বেরিয়ে ফুল দেয়, খুব মজা লাগে।

নামঃ- Glory Lily, অগ্নিশিখা, বিশালাঙ্গুলি, উলটচণ্ডাল
বৈজ্ঞানিক নামঃ- Gloriosa superba  Family: Liliaceae (Lily family)
আলো-ছায়াঃ- একটু ছায়া থাকলে ভালো হয়।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- অন্যরকম দেখতে- পাপড়ি যেন উলটে থাকে উপর দিকে- আগুনের মত রঙ।
চারা তৈরিঃং।কন্দ থেকে
বীজ সংগ্রহঃ- বীজ হয়, কিন্তু এ থেকে চারা তৈরী করিনি।
আরও কিছুঃ-এই গাছটি লতানো। জিয়ারুল এনে দিয়েছিল গাছটা।


   নামঃ- সটি- Hidden Ginger Lily
  বৈজ্ঞানিক নামঃ- Curcuma angustifolia           Family: Zingiberaceae (Ginger family)
 আলো-ছায়াঃ- ছায়ার গাছ।
 জলের পরিমাণঃ-- কম।
 ফুল ফোটার সময়ঃ-
 ফুলের প্রকৃতিঃ-
 চারা তৈরিঃ- কন্দ থেকে।
 আরও কিছুঃ- এই গাছটা গ্যাংটকের রাস্তা থেকে  এনেছিলাম।




নামঃ- Lobsterclaw, Hanging heliconia
বৈজ্ঞানিক নামঃ- Heliconia rostrata    Family: Heliconiaceae (heliconia family)
আলো-ছায়াঃ- সব রকমই সইতে পারে।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ-খুব উজ্জ্বল লাল-হলুদ রঙের পাখির ঠোঁটের মতো দেখতে – মোচার মতো ফুল হয়।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা কোথা থেকে পেয়েছি মনে নেই।


 নামঃ- : Orange Daylily
 বৈজ্ঞানিক নামঃ- Hemerocallis fulva      Family:   Liliaceae (lily family)
  আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
 জলের পরিমাণঃ- কম।
 ফুল ফোটার সময়ঃ-
 ফুলের প্রকৃতিঃ-বড় ফুল, একটা ডাঁটি-তে চারটে  ফুল থাকে। উজ্জ্বল কমলা রঙ। অন্য রঙেরও  হয়। একদিনেই ফুল বুজে যায়, জবার মত।
 চারা তৈরিঃ- শিকড় ভাগ করে।
  আরও কিছুঃ- এটা জিয়ারুল দিয়েছে।



 নামঃ- : PeacockGinger
 বৈজ্ঞানিক নামঃ- Kaempferia laotica      Family:  Zingiberaceae (ginger family)
 আলো-ছায়াঃ- পুরো ছায়ার গাছ।
 জলের পরিমাণঃ- কম।
 ফুল ফোটার সময়ঃ- শীতের শেষে কন্দ থেকে  নতুন গাছ ওঠে। গাছ একটু বড় হলে হালকা  বেগুনি Lavender Color এর ফুল হয়।গাছটা  মাটির সাথে প্রায় মিশে থাকে। রোজ ফুল হয়,  খুব ছোট আর দিনের শেষে আর থাকেনা। শীতে  গাছে আর পাতা থাকেনা। মাটির ভিতর কন্দটা থেকে যায়।
ফুলের প্রকৃতিঃ- ছোট বেগুনি ফুল।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এটা আমার প্রতিবেশী পরমা কাকিমা দিয়েছিলেন।


নামঃ- Purple Shamrock
বৈজ্ঞানিক নামঃ- Oxalis triangularis   Family: Oxalidaceae  (Wood sorrel family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ-
ফুলের প্রকৃতিঃ- ছোট ফুল, এক ডাটিতে তিন-চারটে থাকে।
চারা তৈরিঃ- কন্দ থেকে
বীজ সংগ্রহঃ-
আরও কিছুঃ- পাতা খুব সুন্দর বেগুনি রঙের হয়। রশ্মি দিয়েছে আমাকে।



নামঃ- : Rain Lily Rose
বৈজ্ঞানিক নামঃ- Zephyranthes rosea    Family: Amaryllidaceae (Nargis family )
আলো-ছায়াঃ- রোদ ছায়া দুরকমই সইতে পারে।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- বর্ষা।
ফুলের প্রকৃতিঃ- ছোট উজ্জ্বল গোলাপি, হলুদ, সাদা এই সব রঙ হয়। আমার লিলির গোলাপি রঙের।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- এখন মনে পড়ছেনা কিভাবে পেয়েছিলাম।



 নামঃ- Shell Ginger, Light galangal, Pink  porcelain lily,Punnag champa
 বৈজ্ঞানিক নামঃ- Alpinia zerumbet 'Variegata'     Family: Zingiberaceae (Ginger family)
 আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
 জলের পরিমাণঃ- কম।
 ফুল ফোটার সময়ঃ- গাছ পুরনো হলে তবে ফুল  হয়। May মাস।
 ফুলের প্রকৃতিঃ- ফুল সাদা শঙ্খের মত দেখতে  হয়, ভিতরে হলুদ রঙ হয়। সুগন্ধি। পাতা সুন্দর  হলুদ-সবুজ রঙের।
চারা তৈরিঃ- কন্দ থেকে।
আরও কিছুঃ- আলিপুর হর্টিকালচার (Alipur Horticulture) থেকে আমি-আইভি এনেছিলাম। বেশ কয়েক বছর পর ফুল হয়েছে।


 নামঃ- : Tulip
 বৈজ্ঞানিক নামঃ- Tulipa spp    Family: Liliaceae (lily family)
 আলো-ছায়াঃ- একেবারে ছায়াতে রাখতে হবে।
 জলের পরিমাণঃ- কম।
 ফুল ফোটার সময়ঃ- বসন্ত।
 ফুলের প্রকৃতিঃ- কাপের মতো দেখতে, নানা রঙের হয়। আমার  ফুলের রঙ ছিল লাল।
 চারা তৈরিঃ- কন্দ থেকে।
 আরও কিছুঃ- আমাদের এখানে এই গাছ হয় না। রশ্মি এনে  দিয়েছিল সিকিম থেকে। একবারই ফুটেছিল। কন্দটা রাখতে  পারিনি। ফুলটাও এখানকার গরমে খুব কষ্ট পাচ্ছিল। তাও  আমাকে ভালবেসে ও একবার হেসে উঠেছিল ওর সবটুকু শক্তি  দিয়ে, সেই আনন্দটুকুই আমার বড় আপনার।




No comments: