নামঃ- Chrysanthemum, চন্দ্রমল্লিকা
দুরকম
প্রজাতীর লাগিয়েছিলাম- বড় চন্দ্রমল্লিকা আর ছোট Pom
Pom প্রজাতীর।
বৈজ্ঞানিক নামঃ- Dendranthema
X grandiflorum Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল খুব সাবধানে দিতে হবে। জল-সার বেশী হয়ে গেলে, গাছের ডগা মোটা হয়ে
যায়, সেই গাছে আর ফুল হতে চায় না। তখন কিছুদিন জল না দিলে আবার গাছ ঠিক হয়ে যায় অনেক সময়।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- চন্দ্রমল্লিকা না না রঙের ও না না রকমের হয়।
চারা তৈরিঃ- Mother গাছ থেকে, বর্ষার পর পর Cutting করে Root Hormone দিয়ে বালিতে বসিয়ে চারা তৈরী করতে হয়।
আরও কিছুঃ- এবার শীতের (2015/16) চন্দ্রমল্লিকার চারা জিয়ারুল আমাকে দিয়েছে। মাটি সময় মত তৈরী না থাকায়
এবার চন্দ্রমল্লিকা আগের বারের মত ভাল হয়নি।
নামঃ- Stock, Garden stock, Common stock
বৈজ্ঞানিক নামঃ- Matthiola incana
Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ-রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- লম্বা
দণ্ড করে ফুল হয়, অনেক রঙের হতে পারে, আমি এবার শুধু ডবল-সাদাই এনেছিলাম। খুব ভাল
ফুল হয়েছে
চারা তৈরিঃ- দানা
থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল
এই চারা নীমপীঠ থেকে এনেছিল।
নামঃ- Strawberry, Alpine Strawberry, Woodland Strawberry
বৈজ্ঞানিক নামঃ- Fragaria x
ananassa Family: Rosaceae (Rose family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।এতে মিষ্টি ফল হয়।
ফুলের প্রকৃতিঃ- সাদা,
লাল রঙের ফল হয়।
চারা তৈরিঃ- রানার
বা সাকার থেকে নতুন চারা হয়।আরও কিছুঃ- আমার
বেশ কটা ফল হয়েছে। এই গাছটা জিয়ারুল আমাকে ভাই-ফোঁটাতে দিয়েছিল। যন্ত করে রাখলে
সামনের বছর ও থাকবে।
এছাড়াও যে যে বারমেসে গাছে শীতেই ফুল হয়- বা ভাল ফুল হয়।
নামঃ- Blue Sage, Eranthemum
বৈজ্ঞানিক নামঃ- Eranthemum pulchellum
আলো-ছায়াঃ- রোদ-ছায়া দুটোই সইতে পারে।
জলের পরিমাণঃ- বেশি জল সইতে পারেনা।
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষ থেকে।
ফুলের রঙ:- ঘন নীল।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল। গাছটার তেমন শোভা না থাকলেও ফুলের রংটি খুব সুন্দর।
এমন ঘন নীল রং কমই দেখা যায়।

নামঃ- Morning
Glory-Blue
Dawn Flower, Oceanblue morning-glory, Blue morning-glory
বৈজ্ঞানিক নামঃ-Ipomoea indica Family:
Convolvulaceae (Morning glory family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ। সকালের
রোদে এই ফুল চোখ মেলে, কিন্তু কড়া রোদে ঝিমিয়ে যায়, ফুল।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- কম বেশী সারা বছর ই ফোটে, শীতে ছোট গাছে ফুল আসে।
ফুলের প্রকৃতিঃ- বড়, মাইকের মত। গোলাপী, নীল রঙের হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- দানা দিয়েছে আইভি আদক আমার বন্ধু।
নামঃ- Air Plant, Donkey Ears, Life Plant, পাথর কুচি
বৈজ্ঞানিক নামঃ- Kalanchoe pinnata/ Bryophyllum pinnatum Family: Crassulaceae (sedum family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- লম্বা মঞ্জরী দন্ডে আঙুরের থোকার মত ফুল হয়।
চারা তৈরিঃ- পাতার খাঁজ থেকে নতুন চারা হয়।
আরও কিছুঃ- বহুদিন ধরে আছে কার থেকে পেয়েছিলাম, আর মনে নেই।
নামঃ- Rose, গোলাপ
বৈজ্ঞানিক নামঃ-Rosa Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়।
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে।
ফুল ফোটার সময়ঃ- শীত কালে ভাল ফুল হয়।
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, ও সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না।
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি।
আরও কিছুঃ- জল জমে আগের গোলাপ গাছ আর প্রায় ছিল না, তাই নতুন করে গোলাপ কিনেছি। গোলাপ নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে-
নামঃ- Ruttya fruticosa,Rabbit
ears, Orange bird, Hummingbird plant
বৈজ্ঞানিক নামঃ- Ruttya
fruticosa Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদ / হালকা রোদ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শেষ থেকে শীত।
ফুলের প্রকৃতিঃ- কমলা, ভিতর কালো। অনেকটা clianthus এর মতো দেখতে।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে, এইভাবে চারা তৈরিটা সোজা।
বীজ সংগ্রহঃ- বীজের শক্ত খোলাটা ভেঙ্গে ভিতরের দানাটা বের করতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা বৈঠকখানা বাজারের দিবাকরের থেকে এনেছিলাম, কিন্তু আমার আসল গাছটা চলে গিয়েছিল, পরে জিয়ারুল আমাকে আবার দিয়েছিল।
আরও যে যে ফুল বা গাছ শীতে হয়েছেঃ-
Orchid Catelia
Cryptanthus fosterianus -Lisa Vinzant
Ground orchid red
Ground Orchid- Yellow
Ground Orchid
Guzmania Focus Bromeliad