শীতের ফুল-Winter Flowers
2015 এর বর্ষা কালে আমার বাগান প্রায়
পুরো সময়টাই জলে ডুবে ছিল- পুরো 27 দিন- অনেক ভাল আর প্রিয় গাছ আমায় ছেড়ে গিয়েছে- কিছু
বাঁচাতে পেরেছি- কিছু থেকে গেছে, আমায় হয়ত খুব ই ভালবাসে তারা। এবার তাই শীতের ফুল
নিয়ে খুবই সংশয়ে ছিলাম-এবার নতুন মাটি ফেলেছিলাম বর্ষার আগেই উঁচু করেছিলাম বাগান,
তাও জল জমা আটকাতে পারিনি।ধঞ্চে লাগিয়েছিলাম-বৃষ্টির আগে কেটে দিয়েছিলাম- মাটি
শুকালে পাতা পচা সার আর ভার্মিকম্পোস্ট দিয়ে গাছ বসিয়েছি। এবার প্রায় 20 রকম
ফুলের গাছ আর কিছু সব্জী গাছ লাগিয়েছি। এবার শীতের ফুলের আরও ছবি দেখুন-
শীতের ফুল-Winter Flowers
2015/16 –র শীতের মরসুমী ফুল
বৈজ্ঞানিক নামঃ- Lobularia maritima Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- খুব ছোট। Hedge করে লাগাতে হয়। সুগন্ধি। সকাল বেলায় বাগানে দাঁড়ালে এর হালকা সুবাসে মনটা ভরে ওঠে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল দানা দিয়েছে- বালির সাথে মিশিয়ে বেডের চারদিকে
ছড়াতে হয়।
নামঃ- Antirrhinum-Dog flower, Snapdragon
বৈজ্ঞানিক নামঃ- Antirrhinum majus Family: Scrophulariaceae (dog flower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- নানা রঙের হয়।এই ফুলটার মাঝখানে চিপলে ঠিক যেন কুকুরের মতো হা করে। তাই একে Dog
Flower বলে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল চারা এনেছে। ফুল ভাল হয়েছে। এই গরমে এখনো দুটো
গাছ ফুল দিচ্ছে।
নামঃ- California
Poppy
বৈজ্ঞানিক নামঃ-Eschscholzia
californica Family: Papaveraceae (poppy family)
আলো-ছায়াঃ-রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- খুব উজ্জ্বল হলুদ রঙ
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- শিয়ালদহ থেকে এনেছি গোছের চারা।
নামঃ- Chrysanthemum, চন্দ্রমল্লিকা
দুরকম
প্রজাতীর লাগিয়েছিলাম- বড় চন্দ্রমল্লিকা আর ছোট Pom
Pom প্রজাতীর।
বৈজ্ঞানিক নামঃ- Dendranthema
X grandiflorum Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- জল খুব সাবধানে দিতে হবে। জল-সার বেশী হয়ে গেলে, গাছের ডগা মোটা হয়ে
যায়, সেই গাছে আর ফুল হতে চায় না। তখন কিছুদিন জল না দিলে আবার গাছ ঠিক হয়ে যায় অনেক সময়।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- চন্দ্রমল্লিকা না না রঙের ও না না রকমের হয়।
চারা তৈরিঃ- Mother গাছ থেকে, বর্ষার পর পর Cutting করে Root Hormone দিয়ে বালিতে বসিয়ে চারা তৈরী করতে হয়।
আরও কিছুঃ- এবার শীতের (2015/16) চন্দ্রমল্লিকার চারা জিয়ারুল আমাকে দিয়েছে। মাটি সময় মত তৈরী না থাকায়
এবার চন্দ্রমল্লিকা আগের বারের মত ভাল হয়নি।
নামঃ- Cineraria,
Florist's Cineraria
বৈজ্ঞানিক নামঃ- Pericallis
x hybrida Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- কম জল।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- এখানে নীল ও রানি রঙের বিভিন্ন Shades হয়।
চারা তৈরিঃ- তৈরী চারা কিনেছি।
আরও কিছুঃ- এবার এক লাইনই লাগিয়েছি গত বার ফুল আসতে অনেক দেরী
করেছিল- এবার ভাল ফুল হয়েছে।
নামঃ- Cosmos,
Mexican aster
বৈজ্ঞানিক নামঃ-Cosmos bipinnatus Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল, গোলাপী, সাদা রঙের হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- এই ফুলটা আমার মেয়ে রাহীর খুব পছন্দের- গোছের চারা কিনেছি। শিয়ালদহ থেকে।
নামঃ- Dianthus
বৈজ্ঞানিক নামঃ- Dianthus
barbatus Family: Dianthus barbatus
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- গোছ করে না না রঙের ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
বৈজ্ঞানিক নামঃ- Gazania rigens Family: Asteraceae (Sunflower family)
আলো-ছায়াঃ- কড়া রোদ লাগে।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল। নানা রঙের হয়। বিকালে ফুল বুজে যায়। কড়া রোদের সাথে চোখ মেলে। তাই এই ফুলটা প্রথম ফোটা দেখতে, আমার অফিস কামাই করতে হয়!
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- Hybrid বড় চারা কিনেছি। পরে আনায় লিলি বেডে বসানো হয়েছিল আগের মত
ফুল হয়নি।
বৈজ্ঞানিক নামঃ- Gladiolus dalenii/natalensis
Family: Iridaceae (iris family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- চারা ওঠার সময় জল একটু বেশী ,পরে কম।
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল
ফুলের প্রকৃতিঃ- লম্বা
শীষ যুক্ত ফুল হয়, নানা রঙের হতে পারে।
চারা তৈরিঃ- কন্দ
থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল
এই কন্দ গুলো নীমপীঠ থেকে এনেছিল, খুব ভাল ফুল হয়েছে। আগামী বারের জন্য এই কন্দ
রেখে দেওয়া যায়। গাছ শুকিয়ে গেলে মাটি থেকে কন্দ তুলে, পরিস্কার করে কোনো কাগজের
বা চটের বস্তাতে বা ঝুড়িতে রেখে দিতে হয়।আবার শীতের শুরুতে মাটিতে পুঁতে দিতে হবে।
বৈজ্ঞানিক নামঃ- Impatiens walleriana
Family: Balsaminaceae (Balasam family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ
জলের পরিমাণঃ- অল্প জল
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল
ফুলের প্রকৃতিঃ- নানা
রঙের ফুল হয়, পাঁচ বা চার পাপড়ির ফুল এখানে দেখা যায়।
চারা তৈরিঃ- দানা
থেকে বা ডগা কেটে চারা করা হয়।
আরও কিছুঃ- আমার
এবার এই গাছ গুলি ভাল হয়নি। জিয়ারুল চারা এনেছিল।
নামঃ- Marigold,Inka
বৈজ্ঞানিক নামঃ- Tagetes
erecta Family: Asteraceae
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড় ফুল হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- এবার Inka
ছাড়াও আরো একরকম ড্রাগন প্রজাতীর চারা লাগিয়েছি। গাছ Inka
থেকে বড়- আর ফুল গোলমত, bed এ দুটো step হওয়ায় ভাল লাগছিল।ফুল ভালই হয়েছে। Marigold Jambo ও লাগিয়েছিলাম।
এগুলো অনেক রঙের হয়। ভাল ফুল হয়েছে।
নামঃ- Nasturtium,Garden nasturtium, Indian cress
বৈজ্ঞানিক নামঃ- Tropaeolum majus Family:
Tropaeolaceae (Nasturtium family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।আমি অবশ্য হালকা ছায়ায় লাগিয়েছিলাম।
জলের পরিমাণঃ- মাঝারি
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- অনেক
রঙের ফুল হয়- কমলা রঙই বেশী।
চারা তৈরিঃ- দানা
থেকে।
আরও কিছুঃ- গোছের
চারা এনেছি, শিয়ালদহ থেকে।
বৈজ্ঞানিক নামঃ- Viola x wittrockiana Family: Violaceae (violet family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- প্রজাপতির মতো দেখতে হয়, ফুল খুব সুন্দর,
পাখিতে ফুল খেয়ে যাচ্ছিল, বাধ্য হয়ে net দিয়ে ঢাকতে হয়েছে।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল চারা কিনে এনেছে।
নামঃ- Petunia
বৈজ্ঞানিক নামঃ- Petunia
hybrida Family: Solanaceae (potato family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত কাল।
ফুলের প্রকৃতিঃ- বড়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল কিনে এনেছে। এবার দুরকম চারা এসেছে- ডবল পিটুনিয়াও এবার কিনেছি। কিন্তু পাখিতে খুব পাতা খেয়ে যাচ্ছে, কেন জানিনা।
বৈজ্ঞানিক নামঃ-Phlox sibirica
var. borealis Family: Polemoniaceae (Phlox family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- অনেক
রঙ ও প্রজাতীর হয়, আমি দেশীই কিনেছি, গোছের চারা।
চারা তৈরিঃ- দানা
থেকে।
আরও কিছুঃ- শিয়ালদহ
থেকে এনেছি।
বৈজ্ঞানিক নামঃ- Matthiola incana
Family: Brassicaceae (Mustard family)
আলো-ছায়াঃ-রোদের গাছ।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- লম্বা
দণ্ড করে ফুল হয়, অনেক রঙের হতে পারে, আমি এবার শুধু ডবল-সাদাই এনেছিলাম। খুব ভাল
ফুল হয়েছে
চারা তৈরিঃ- দানা
থেকে।
আরও কিছুঃ- জিয়ারুল
এই চারা নীমপীঠ থেকে এনেছিল।
বৈজ্ঞানিক নামঃ- Fragaria x
ananassa Family: Rosaceae (Rose family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।এতে মিষ্টি ফল হয়।
ফুলের প্রকৃতিঃ- সাদা,
লাল রঙের ফল হয়।
চারা তৈরিঃ- রানার
বা সাকার থেকে নতুন চারা হয়।আরও কিছুঃ- আমার
বেশ কটা ফল হয়েছে। এই গাছটা জিয়ারুল আমাকে ভাই-ফোঁটাতে দিয়েছিল। যন্ত করে রাখলে
সামনের বছর ও থাকবে।
এছাড়াও যে যে বারমেসে গাছে শীতেই ফুল হয়- বা ভাল ফুল হয়।
আলো-ছায়াঃ- রোদ-ছায়া দুটোই সইতে পারে।
জলের পরিমাণঃ- বেশি জল সইতে পারেনা।
ফুল ফোটার সময়ঃ- শীতের শেষ থেকে।
ফুলের রঙ:- ঘন নীল।
চারা তৈরিঃ- ডাল থেকে।
বীজ সংগ্রহঃ- বীজ শুকিয়ে গেলে তবে গাছ থেকে নিতে হবে।
আরও কিছুঃ- এই গাছটা জিয়ারুল দিয়েছিল। গাছটার তেমন শোভা না থাকলেও ফুলের রংটি খুব সুন্দর।
নামঃ- Morning
Glory-Blue
Dawn Flower, Oceanblue morning-glory, Blue morning-glory
বৈজ্ঞানিক নামঃ-Ipomoea indica Family:
Convolvulaceae (Morning glory family)
আলো-ছায়াঃ- হালকা ছায়ার গাছ। সকালের
রোদে এই ফুল চোখ মেলে, কিন্তু কড়া রোদে ঝিমিয়ে যায়, ফুল।
জলের পরিমাণঃ- মাঝারী
ফুল ফোটার সময়ঃ- কম বেশী সারা বছর ই ফোটে, শীতে ছোট গাছে ফুল আসে।
ফুলের প্রকৃতিঃ- বড়, মাইকের মত। গোলাপী, নীল রঙের হয়।
চারা তৈরিঃ- দানা থেকে।
আরও কিছুঃ- দানা দিয়েছে আইভি আদক আমার বন্ধু।
বৈজ্ঞানিক নামঃ- Kalanchoe pinnata/ Bryophyllum pinnatum Family: Crassulaceae (sedum family)
আলো-ছায়াঃ- রোদের গাছ।
জলের পরিমাণঃ- কম
ফুল ফোটার সময়ঃ- শীত
কাল।
ফুলের প্রকৃতিঃ- লম্বা মঞ্জরী দন্ডে আঙুরের থোকার মত ফুল হয়।
চারা তৈরিঃ- পাতার খাঁজ থেকে নতুন চারা হয়।
আরও কিছুঃ- বহুদিন ধরে আছে কার থেকে পেয়েছিলাম, আর মনে নেই।
বৈজ্ঞানিক নামঃ-Rosa Family: Rosaceae (rose family)
আলো-ছায়াঃ- রোদের গাছ, তবে গ্রীষ্মের কড়া রোদে অসুবিধা হয়।
জলের পরিমাণঃ- রোজ জল দিতে হয়না,তবে যেদিন জল দেওয়া হবে, ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে।
ফুল ফোটার সময়ঃ- শীত কালে ভাল ফুল হয়।
ফুলের প্রকৃতিঃ-নানা রকম গোলাপ হয়, নানা রঙের, ও সুগন্ধের। অনেক গোলাপের গন্ধ থাকে না।
চারা তৈরিঃ- কলম, জোড় কলম ইত্যাদি।
আরও কিছুঃ- জল জমে আগের গোলাপ গাছ আর প্রায় ছিল না, তাই নতুন করে গোলাপ কিনেছি। গোলাপ নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে-
গোলাপ- Rose Cultivation in India
বৈজ্ঞানিক নামঃ- Ruttya
fruticosa Family: Acanthaceae (ruellia family)
আলো-ছায়াঃ- রোদ / হালকা রোদ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শেষ থেকে শীত।
ফুলের প্রকৃতিঃ- কমলা, ভিতর কালো। অনেকটা clianthus এর মতো দেখতে।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে, এইভাবে চারা তৈরিটা সোজা।
বীজ সংগ্রহঃ- বীজের শক্ত খোলাটা ভেঙ্গে ভিতরের দানাটা বের করতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা বৈঠকখানা বাজারের দিবাকরের থেকে এনেছিলাম, কিন্তু আমার আসল গাছটা চলে গিয়েছিল, পরে জিয়ারুল আমাকে আবার দিয়েছিল।
আলো-ছায়াঃ- রোদ / হালকা রোদ।
জলের পরিমাণঃ- মাঝারি।
ফুল ফোটার সময়ঃ- বর্ষার শেষ থেকে শীত।
ফুলের প্রকৃতিঃ- কমলা, ভিতর কালো। অনেকটা clianthus এর মতো দেখতে।
চারা তৈরিঃ- নরম ডাল থেকে, এইভাবে চারা তৈরিটা সোজা।
বীজ সংগ্রহঃ- বীজের শক্ত খোলাটা ভেঙ্গে ভিতরের দানাটা বের করতে হয়।
আরও কিছুঃ- এই গাছটা বৈঠকখানা বাজারের দিবাকরের থেকে এনেছিলাম, কিন্তু আমার আসল গাছটা চলে গিয়েছিল, পরে জিয়ারুল আমাকে আবার দিয়েছিল।
আরও যে যে ফুল বা গাছ শীতে হয়েছেঃ-
Orchid Catelia
Ground orchid red
Ground Orchid- Yellow
Ground Orchid
Guzmania Focus Bromeliad
No comments:
Post a Comment