বৈঠকখানা বাজার থেকে গোলাপ আনলাম। বেশ বড় গাছ। এগুলো বড় টবে করবো। এখন Varmi compost দিয়ে বসালাম। গাছ ধরে গেলে, অন্য সার দিতে হবে। বাগানের সারের Pit থেকে অনেক মাটি তোলা হয়েছে। ওখানে আমি রান্নাঘরের সব্জির খোসা, চা-পাতা, ডিমের খোলা, পাতা, ঘাস এইসব ফেলি। একবছর অন্তর তুলে নিলে খুব ভাল সার হয়। এই মাটিদিয়েই গোলাপ গাছের টব তৈরি করা হল।
শীতের ফুল যা যা লাগানো হলো............
Antirhinum আর Gladiolus গতবার শীতে লাগানো হয়নি, এবার লাগিয়েছি।
এর মধ্যে Cineraria পুরোপুরি ছায়ার গাছ। Impatiens হালকা ছায়ার গাছ। Lilum ও কড়া রোদ সহ্য করতে পারেনা। এছাড়া সব গাছে অনেক রোদ লাগে।Impatiens ফুটতে শুরু করে দিয়েছে।
Chondromollika তে কুঁড়ি এসেছে। শীত এসেছে, কত ফুল হবে বাগানে, খুব ভাল লাগছে।

















No comments:
Post a Comment