আমার বাগানের শীতের ফুলের প্রথম হাসিটুকু তোমাদের দিলাম।
এবার আবহাওয়া খুব খামখেয়ালি, শীত তো তেমন নেই, বৃষ্টিও হয়েছে-আগে অনেক। ফলে সেভাবে শীতের গাছ তার
পছন্দের পরিবেশ পাইনি, ফুল তাই এবার খুব ভাল হবেনা। তাও ওরা আমাকে ভালবাসে খুব। নতুন ফুলে সেজে উঠছে
আমার বাগান। তোমাদের দিলাম, সেই রেশটুকু।
ঘরোয়া গাছ-গাছালি নিয়ে বাংলায় লেখালেখি করার একটা ইচ্ছে আমার অনেকদিনের, আমি যখন একটুকরো বাগান করবো বলে ভেবেছিলাম, তখন বাংলাতে খুব কিছু পাইনি। ইংরাজিতেও অনেক হাতড়াতে হয়েছে। কারণ Net-এ যে তথ্য পাওয়া যায়, তার বেশিরভাগই বিদেশের আবহাওয়াকে মাথায় রেখে, সেই তথ্য অনুসারে এখানে কাজ করা মুশকিল হয়ে পড়ে। তাই এই প্রচেষ্টা। পরিচয়টা প্রথমে দিয়ে নি- আমি- শমিতা ঘোষ চক্রবর্তী। সোনারপুরে থাকি।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক, ইংরাজি বিভাগে। রাহী-আমার মেয়ে, সূর্যকান্ত চক্রবর্তী- আমার স্বামী, এই আমাদের খুশির সংসার।
No comments:
Post a Comment