শীতের ফুল 2014
বাগানে ফুল ফুটেছে অনেক। গত শীতে আরো ফুল হয়েছিল, এবার আবহাওয়ার খামখেয়ালীতে তেমন ফুল হলনা। তাও আমার বাগানের গাছেরা আমাকে খুব ভালবাসে, তাই অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ওরা সেজে উঠেছে, অপরূপ রূপে। এই Video টা যখন আমি তুলছিলাম, রাস্তা দিয়ে ভারি মিস্টি একটা সুর বাজিয়ে গেলেন এক ফেরিওয়ালা, আর পাখিরাও ডাকছিল তাদের সঙ্গীদের। এত সুন্দর এক আবহ তৈরী হল যে মনে হল প্রকৃতি তার গানের সুর নিজেই ছড়িয়ে দিল।
ফুলের নাম আর পরিচয় জানতে দেখুন আমার অন্য Blog গাছের গল্প Gacher Golpo

No comments:
Post a Comment