Navigation

Friday, December 27, 2013

প্রথম আলো

আজ Lilium ফুটেছে। সকালের নরম আলো, ফুলের ওপর এসে পড়েছে। জানলা খুলতেই সে বলল -সুপ্রভাত !
আজ বড় সুন্দর দিন। ভালো লাগছে খুব। 
গত শুক্রবার খুব একটা অদ্ভুত বা মজার ব্যাপার হয়েছে।
এই সকাল আটটা নাগাদ , বাগানে শুনলাম খুব পাখির কিচিমিচি। আমি বেরিয়ে দেখলাম, অনেক কাক মিলে খুব ডাকাডাকি করছে। উড়ে বেড়াছে না না ডালে, ভাবলাম ওদের মিটিং বসেছে, কিন্তু মজাটা হল, শুধু কাক নয়, আরও সব পাখি, বুলবুলি, দোয়েল, কসাই, ফিঙে সব, সব পাখি মিলে খুব ডাকাডাকি করছে। এ ডাল ও ডাল উড়ছে- কিছু বুঝতে পারলাম না। মনে হল যদি ওদের  ডাক গুলোর মানে বুঝতে পারতাম ! কিন্তু না এই অতৃপ্তি তো আমাদের সাথি। প্রকৃতির আত্মা থেকে আমরা অনেক দূরে।




Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa

No comments: